আসন্ন
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান
প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ আক্তারুজ্জামান (রিপন) এর সমর্থনে রবিবার (১২
মে) কালী বাজার, শ্রীমন্তপুর, দক্ষিণ রামপুর, হোসেনপুর বাজার এলাকায় পৃথক
তিনটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
পৃথক সভাগুলোতে ইঞ্জিনিয়ার
মোহাম্মদ আক্তারুজ্জামান (রিপন) বলেন, আগামী ২১ তারিখ আনারস প্রতীকে ভোট
দিয়ে আমাকে বিজয়ী করলে সদর দক্ষিণের সকল প্রকার চাঁদাবাজী বন্ধ করবো। আমার
সদর দক্ষিণ কল্যাণ সোসাইটির ১৭ দফাসহ, যা যা এই উপজেলার জন্য প্রয়োজন তা
করবো। তাছাড়া মাদক এবং সন্ত্রাসমুক্ত করবো, ইপিজেডের বর্জ্য আসা বন্ধ করবো,
এলাকার ইতিহাস, ঐতিহ্য সম্মুন্নত রেখে শেখ হাসিনা সরকারের স্মার্ট ও উন্নত
বাংলাদেশ গড়ার অগ্রযাত্রা সাথে শামিল করবো ইনশাআল্লাহ।
এসময় আনারস
মার্কায় ভোট দিয়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলাকে স্মার্ট ও আধুনিক রূপে গড়ে
তোলার সুযোগ দেওয়ার আহ্বান জানাচ্ছেন তিনি। নির্বাচনী সভা গুলোতে বিভিন্ন
পর্যায়ের নেতা কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।