ইসমাইল নয়ন।। টানা দ্বিতীয় বারের মতো এসএসসি পরীক্ষায় পাশের দিক থেকে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুল। রবিবার প্রকাশিত এসএসসি পরীক্ষায় ফলাফল থেকে এই তথ্য জানা যায়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ধারাবাহিকভাবে দ্বিতীয় বারের মতো শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুল। এবারের এসএসসি পরীক্ষা-২০২৪ এ স্কুল থেকে পরীক্ষার্থী ছিলো ১৬৯ জন। জিপিএ-৫ পেয়েছে ২৬ জন। পাশের হার ৯৮%। স্কুলটি প্রতিষ্ঠার পর থেকেই সাফল্যে অর্জন করে আসছে। স্কুলের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির বলেন, শিক্ষকদের চেষ্টা ও অভিভাবকদের আন্তরিকতায় সফলতা অর্জন করা সম্ভব হয়েছে। ধারাবাহিকভাবে এই সাফল্যে অব্যাহত থাকবে।