নার্সিং
পেশার প্রতিক্ষিত ফ্লোরেন্স নাইটিঙ্গেল এর ২০৪তম শুভ জন্মদিনকে
আন্তর্জাতিক নার্সেস দিবস হিসাবে প্রতি বৎসরের ন্যায় দিবসটি স্মরণে
ইস্টার্ন মেডিকেল কলেজ কাবিলা ক্যাম্পাসে হাসপাতালে কর্মরত নার্সদের
উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়।
‘আমাদের নার্স, আমাদের
ভবিষ্যত, সেবার অর্থনৈতিক শক্তি’ এ স্লোগানের আলোকে দিবসের শুরুতে সকাল
১০টায় হাসপাতাল প্রাঙ্গণ হতে একটি র্যালি ইস্টার্ন মেডিকেল কলেজ
হাসপাতালের মেট্রন মোবাশে^রা আক্তারের নেতৃত্বে ক্যাম্পাসে প্রদক্ষিণ শেষে
এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইস্টার্ন মেডিকেল কলেজ
হাসপাতালের নির্বাহী পরিচালক মোঃ জাহাঙ্গীর ভূঁইয়া। প্রধান অতিথি ছিলেন
ইস্টার্ন মেডিকেল কলেজ এর প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক
ড. শাহ্ মোঃ সেলিম। বিশেষ অতিথি ছিলেন অত্র কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ
মোঃ জাকিরুল ইসলাম। আমন্ত্রিত অতিথি ছিলেন অধ্যাপক ডাঃ নূর জাহান বেগম,
গাইনী এন্ড অবস্ বিভাগ, ডাঃ এ.টি.এম. ফারুক আহমেদ, বিভাগীয় প্রধান শিশু
বিভাগ। আলোচনায় অংশ গ্রহণ করেন অত্র হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা জোহরা
খাতুন হীরা, সিনিয়র স্টাফ নার্স যথাক্রমে- সিমা আক্তার, মেহেদী হাসান
তন্ময়, আঁখি আক্তার সহ অন্যরা।