মাধ্যমিক
স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় সাফল্য অর্জন করেছে কুমিল্লা
কালেক্টরেট স্কুল এন্ড কলেজ। ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় এ প্রতিষ্ঠানের
বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে ২১১ জন শিক্ষার্থী অংশ গ্রহণ
করেন। যার মধ্যে ২০৯ জন সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছেন। এ বছর কালেক্টরেট
স্কুলে পাশের হার ও জিপিএ-৫ বেড়েছে।
রবিবার (১২ মেমে-২০২৪) ফল প্রকাশের
পর শিক্ষার্থীদের হৈ-হুল্লুর, নাচ-গান আর ঢোল-তবলা বাজিয়ে উৎসবমুখর পরিবেশ
তৈরি হয়েছে স্কুল অঙিনায়। অনেক অভিভাবক এসেছে মিষ্টি নিয়ে।
কুমিল্লা
কালেক্টরেট স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ নার্গিস আক্তার বলেন, গত বছর থেকে
পাশের হার ও জিপিএ-৫ বেড়েছে। ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষা ৭৫জন জিপিএ-৫
পেয়েছিলো, ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় ৯৬জন জিপিএ-৫ পেয়েছে। এ বছর পাশের হার
৯৯.০৫ শতাংশ। এ সাফল্যের নেপথ্যে জেলা প্রশাসন, শিক্ষকম-লী, সন্মানিত
অভিভাবক ও শিক্ষার্থী সবার শ্রম, ভালোবাসায় ধারাবাহিক ভাবে এগিয়ে যাচ্ছি।
শিক্ষার্থীদের বহুমুখি প্রতিভা বিকাশ, লেখাপড়ার মানোন্নয়ন ও ফলাফল ভাল করার
জন্য মনিটরিং বৃদ্ধিসহ নানা কার্যক্রম চলমান আছে। এছাড়া ক্রীড়া,
সাংস্কৃতিক ও বইপড়া প্রতিযোগিতাসহ সকল ক্ষেত্রে সমভাবে শিক্ষার্থীরা তাদের
পারফরমেন্স প্রদর্শন করছে।
প্রসঙ্গত, কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে
নগরীর কেন্দ্রস্থল রাজগঞ্জ-সংলগ্ন রাজবাড়ি কম্পাউন্ডে ২০১৪ সালে প্রায় ২
একর ভূমির উপর কুমিল্লা কালেক্টরেট স্কুল এ- কলেজটি স্থাপন করা হয়। স্কুল ও
কলেজ শাখায় হাজারের অধিক শিক্ষার্থী অধ্যয়নরত আছে।