শনিবার ৮ ফেব্রুয়ারি ২০২৫
২৬ মাঘ ১৪৩১
তানজিনা মিতু কুমিল্লার তরুণী
প্রকাশ: সোমবার, ১৩ মে, ২০২৪, ১২:৪৪ এএম |




তানজিনা মিতু কুমিল্লার তরুণী। নিজের পরিচয়টা তিনি দেন ধাপে ধাপে। তবে দিন শেষে তাঁর সবচেয়ে বড় পরিচয়, তিনি একজন খেলোয়াড়। শুরুটা ভলিবল দিয়ে। আন্তর্জাতিক পর্যায়ে কারাতেতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন, সেটির ব্ল্যাকবেল্টধারী ২৪ বছর বয়সী তানজিনা। উশুও খেলেন জাতীয় পর্যায়ে। একবার বেনাপোল হয়ে বাইসাইকেলে চেপে ভারতে কারাতে খেলতে গিয়েছিলেন।
দল আগেই ভারতে পৌঁছে টুর্নামেন্ট শুরুর আগে কোথাও ঘুরতে গেছে আর তিনি তখন তিন দিনের সাইকেল-সফরে। টুর্নামেন্টের আমন্ত্রণপত্র দেখিয়ে সাইকেল নিয়েই পার হয়েছিলেন সীমান্ত।
উশুর কোনো একটা ক্যাম্প চলার কথা এখন, তবে মিতু সেখানে অংশ নিচ্ছেন না। তিনি সাইকেল নিয়ে বেরিয়েছেন দেশভ্রমণে। উদ্দেশ্য, ৬৪ জেলা ঘুরে নিজের দেশটা দেখা। সুযোগ পেলে পরের বছর আবার উশুতে নামবেন।
মঙ্গলবারের ওই সকালে ঢাকা থেকে ওই সফর শুরু হওয়ার কথা ছিল মিতুর। ৩০০ ফুটের রাস্তায় তাঁর সামনে একটু আগে একটা দুর্ঘটনা ঘটেছে। মোটরসাইকেলচালক আর তাঁর আহত আরোহীকে মিতু সহায়তাও করেছেন ৯৯৯-এ কল করে অ্যাম্বুলেন্স ডেকে এনে।
এরপর নিজের সফরের শুরুতে একটা ব্যানার বের করে ছবি তুলছিলেন সাইকেলের সামনে। সকাল আটটার মতো বাজে। ফেসবুকে পরিচয় হওয়া ভারতের সাবেক এক কারাতে খেলোয়াড়কে তিনি ‘মা’ ডাকেন, সেই ‘কাকলী মায়ের’ দেওয়া কোনো একটা মেসেজ পড়ছিলেন ফোনে।
ওপাশে চোখ যেতে দেখলেন, আরেক সাইকেল আরোহী তাঁকে দেখে গতি কমিয়ে এনেছেন। মিতুর মনে হয়েছিল, তিনি কোনো ঝামেলায় পড়েছেন ভেবেই ওই সাইকেল আরোহী অমন করলেন। ঠিক সে সময় পেছন থেকে মোটরসাইকেল এসে ধাক্কা দিল ওপাশের সাইকেল আরোহীকে, এরপর দেখলেন তাঁকে উল্টে পড়ে যেতে। মিতুর প্রাথমিক প্রতিক্রিয়া ছিল এমন, ‘একদম চিৎকার দিয়েছি।’
ভিক্টোরিয়ার সাবেক পেশাদার সাইক্লিস্ট হেমিং আর কুমিল্লার শখের সাইক্লিস্ট মিতুকে এভাবে মিলিয়ে দিল একটি দুর্ঘটনা। হেমিংয়ের ভাষায়, ভাগ্যই মিলিয়ে দিল তাঁদের। দিন শেষে সবই ঘটে কোনো এক কারণে, ‘থিংস হ্যাপেন ফর আ রিজন!’












সর্বশেষ সংবাদ
কুমিল্লার সাবেক পুলিশ সুপার আবদুল মান্নান আটক
কুমিল্লায় বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ
তৃণমূল থেকে দলকে শক্তিশালী করাই লক্ষ্য- জাকারিয়া সুমন
চৌদ্দগ্রামে আ'লীগ নেতা ও সাবেক কাউন্সিলর হালিম গ্রেফতার
অধ্যক্ষ রউফের মৃত্যুবার্ষিকী পালিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কক্ষে তালা
কুমিল্লার সাবেক পুলিশ সুপার আবদুল মান্নান আটক
কুমিল্লা আমড়াতলী উচ্চ বিদ্যালয়ের গৌরব ও ঐতিহ্যের ৫০ বছর পূর্তি
কুমিল্লায় বাহারের বাড়িতে ফের ভাঙচুর, অগ্নিসংযোগ
তৃণমূল থেকে দলকে শক্তিশালী করাই লক্ষ্য- জাকারিয়া সুমন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২