বিএনপি'র
স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন
বলেছেন, আল্লাহ তায়ালা যদি তাঁকে পরিপূর্ণ সুস্থতা দান করেন তাহলে রাজনৈতিক
ভাবে দেশ ও জনগণের জন্য কাজ করবেন।
তিনি শুক্রবার দাউদকান্দি পৌর সভার নিজ বাসভবনে আয়োজিত এক শোকরানা মিলাদ মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথা বলেন।
ড.
খন্দকার মোশাররফ হোসেন দুইবার সিঙ্গাপুর, দুইবার রাজধানীর এভারকেয়ার
হসপিটালে চিকিৎসা শেষে প্রায় একবছর পর নিজ এলাকায় বিএনপি, অঙ্গ ও সহযোগী
সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনগণের সাথে দোয়ার অনুষ্ঠানে উপস্থিত হন।
তাঁর সুস্থতার জন্য যারা দোয়া করেছেন তাঁদের প্রতি এবং আল্লাহ তায়ালার প্রতি তিনি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দাউদকান্দি
পৌর বিএনপির সভাপতি নুর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে
বক্তব্য রাখেন, ড. মোশাররফ পুত্র ড.খন্দকার মারুফ হোসেন।
উপস্থিত ছিলেন,
কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান সরকার, উপজেলা বিএনপির
সাবেক সভাপতি এ. কে. এম শামসুল হক, সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসেম, উপজেলা
বিএনপির আহ্বায়ক এম.এ লতিফ ভূঁইয়া, সদস্য সচিব ভিপি মো: জাহাঙ্গীর আলম সহ
জেলা-উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।