আয়ারল্যান্ডের
বিপক্ষে আজ শুক্রবার (১০ মে, ২০২৪) থেকে শুরু হয়েছে পাকিস্তানের
টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করছে পাকিস্তান।
এই ম্যাচে টস করতে নামার মধ্য দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বরেকর্ড
গড়েছেন বাবর আজম।
অধিনায়ক হিসেবে এটি তার ৭৭তম ম্যাচ। যা
টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাসে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ। এর আগে ৭৬ ম্যাচ
নিয়ে অ্যারোন ফিঞ্চের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন বাবর। আজ তাকে পেছনে ফেলে
গড়লেন রেকর্ড।
৭২ ম্যাচ নিয়ে এই তালিকায় মাহেন্দ্র সিং ধোনি তৃতীয় ও
ইয়ান মরগান আছেন চতুর্থ স্থানে। এছাড়া খেলা চালিয়ে যাওয়া অধিনায়কদের মধ্যে
কেন উইলিয়ামসন আছেন পঞ্চম স্থানে। তিনি এ পর্যন্ত ৭১টি ম্যাচ খেলেছেন।
শুধু
তাই নয়, আজ আরও একটি রেকর্ড গড়ার দ্বারপ্রান্তে আছেন বাবর। আজ যদি
আয়ারল্যান্ডের বিপক্ষে তারা জয় পায় তাহলে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ম্যাচ
জয়ের রেকর্ড গড়বেন বাবর।
৪৪টি জয় নিয়ে উগান্ডার ব্রিয়ান মাসাবার সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন বাবর। ৪২ জয় নিয়ে আসগর আফগান তৃতীয় ও মরগান আছেন চতুর্থ স্থানে।