নানা
সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন থেকে পদত্যাগকারী শিক্ষকদের
পদত্যাগপত্র বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে ঝুলিয়েছে
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। শিক্ষকরা এটাকে 'পদত্যাগপত্র প্রদর্শনী'
হিসেবে আখ্যায়িত করছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের
বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে একটি ব্যানারে 'উপাচার্য ও তার প্রসাশনের প্রতি
অনাস্থা জ্ঞাপন করে অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে
পদত্যাগকারী সম্মানিত শিক্ষকবৃন্দ' শিরোনামে
মোট ১৯ শিক্ষকের ২০ টি পদ থেকে পদত্যাগের পত্র ঝুলানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের
বর্তমান প্রসাশন থেকে প্রথম পদত্যাগ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
হলের সাবেক প্রাধ্যক্ষ অধ্যাপক মো: তোফায়েল হোসেন মজুমদার আর প্রশাসন থেকে
সর্বশেষ পদত্যাগকারী শিক্ষক হলেন নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলের সাবেক
হাউজ টিউটর সাথী কুন্ডু।
শিক্ষক সমিতির কার্যনির্বাহী সদস্য গণযোগাযোগ ও
সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান রাহাত বিশ্ববিদ্যালয়ের
প্রক্টরিয়াল বডি থেকে পদত্যাগ করেছেন। এই ব্যানারের বিষয়ে তার কাছে জানতে
চাইলে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সীমাহীন দুর্নীতি, অব্যবস্থাপনা,
অনিয়মকে জনসাধারণের কাছে দৃশ্যমান করতেই আমরা এই পদত্যাগপত্র প্রদর্শনীর
আয়োজন করেছি।'
এ ব্যাপারে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান
বলেন, 'এখন পর্যন্ত প্রসাশনের একটা বড় অংশ উপাচার্যের প্রতি অনাস্থা
জানিয়ে, প্রসাশনের প্রতি স্বেচ্ছাচারিতার অভিযোগ সহ নানা অভিযোগ এনে
পদত্যাগ করেছেন। এই পদত্যাগগুলো উপাচার্যের অপশাসন ও অনিয়মের দালিলিক
প্রমাণ। সেই পদত্যাগপত্রগুলোই প্রদর্শন করেছে শিক্ষক সমিতি।'