
কুমিল্লার
 দেবিদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের ছেপাড়া গ্রামে একটি মাছের 
প্রজেক্টে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে প্রায় ১০ লক্ষাধিক টাকার মাছ নিধন 
করেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার  (৮ মে) রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটতে 
পারে বলে ধারণা করা হয়েছে। ক্ষতিগ্রস্থ প্রজেক্টের মালিক মো. বদিউল আলম 
ছেপাড়া গ্রামের মৃত সাহেব আলীর ছেলে। এ ঘটনায় তিনি বৃহস্পতিবার বিকালে 
দেবিদ্বার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
ক্ষতিগ্রস্থ প্রজেক্টের 
মালিক মো. বদিউল আলম জানান, বৃহস্পতিবার সকালে স্থানীয়  লোকজন প্রজেক্টে 
মরা মাছ ভাসতে দেখে আমাকে খবর দেন। আমি এসে দেখি পুরো প্রজেক্টে ৪/৫ কেজি 
ওজনের রুই, কাতলা, সিলভারসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠেছে। পরে 
লোকজন নেমে মরা মাছগুলোর স্তুপ দেয়। পানি থেকে একটি বিষের বোতল পাওয়া গেছে।
 আমার ১০ লক্ষাধিক টাকার মাছ মরে গেছে। 
তিনি আরও বলেন, গত সংসদ 
নির্বাচনে একজন প্রার্থীকে সমর্থন দিয়ে কাজ করেছি। প্রতিপক্ষের লোকজন আমাকে
 কাজ না করার জন্য নানাভাবে হুমকি দেয়। আমি এসবের তোয়াক্কা না করে কাজ করায়
 তারা আমার ক্ষতি করবে জানিয়ে লোকজনের মাধ্যমে খবর পাঠায়। প্রজেক্টের 
মাছগুলো কয়েকদিন পর বিক্রি করার কথা ছিল। কিন্তু আমি এখন নি:স্ব হয়ে গেছি। 
ধারণা করছি, নির্বাচনি প্রতিশোধ নিতে দুর্বৃত্তরা এই কাজ করেছে। 
গুনাইঘর
 উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোকবল হোসেন মুকুল বলেন, এটি মানুষ 
হত্যা করার শামিল।  স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন করায় তাঁর অপরাধ হয়েছে। 
দুবৃর্ত্তরা ১০ লক্ষ টাকার মাছ বিষ ঢেলে মাছ হত্যা করেছে। যারা এ নিষ্ঠুর 
কাজ করেছে তদন্ত করে বিচার দাবি জানাচ্ছি।
দেবিদ্বার থানার অফিসার 
ইনচার্জ (ওসি) মো. নয়ন মিয়া জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ 
পাঠিয়েছি। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ মালিক বদিউল আলম থানায় অভিযোগ দিয়েছেন। 
তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 
                                                                                
