কুমিল্লা
নগরীর ২১ নম্বর ওয়ার্ডের মধ্যম আশ্রাফপুর হাজী জিন্নত আলী মার্কেটে গত
সোমবার (৬ মে) দিবাগত রাত আনুমানিক ২.৪০ ঘটিকার সময় অগ্নিকা-ে ৫টি দোকান
ভস্মীভূত হয়েছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতির আশংকা করা হচ্ছে।
অগ্নিকান্ডের খবর পেয়ে কুমিল্লা ইপিজেড ও কুমিল্লা সদর ফায়ার সার্ভিসের
কর্মীরা এসে পৌঁনে একঘন্টা চেষ্টা চালিয়ে স্থানীয়দের সহায়তায় আগুণ নেভাতে
সক্ষম হয়।
স্থানীয় সূত্র জানায়, সোমবার গভীর রাতে শাকতলা সড়ক ভবনের
পূর্ব পাশে মধ্যম আশ্রাফপুর হাজী জিন্নত আলী মার্কেটে অগ্নিকান্ডে মেসার্স
সোহাগ মটরস, মাসুম অটো মোবাইল, এ্যাকুরিয়াম গোল্ড ও জহির মেডিকেল হলসহ
কয়েকটি দোকানঘর ও মালামাল সম্পন্নভাবে ভস্মীভূত হয়। এতে প্রায় এক কোটি
টাকার ক্ষয়ক্ষতির আশংকা করা হচ্ছে। খবর পেয়ে কুমিল্লা ইপিজেড ও কুমিল্লা
সদর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁনে একঘন্টা চেষ্টা চালিয়ে
স্থানীয়দের সহায়তায় আগুণ নেভাতে সক্ষম হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত
অগ্নিকান্ডের কারণ জানা যায়নি। দোকান ও মালামাল পুড়ে যাওয়ায় ব্যবসায়িরা
নিঃস্ব হয়ে পড়েছে।