মঙ্গলবার (৭
মে) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান
প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ আক্তারুজ্জামান (রিপন) এর সমর্থনে বারপাড়া
ইউনিয়নের অলির বাজারে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এসময় ইঞ্জিনিয়ার রিপন
আনারস মার্কায় ভোট দিয়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলাকে স্মার্ট ও আধুনিক
রূপে গড়ে তোলার সুযোগ আহ্বান জানান।
জনসভাকে কেন্দ্র করে মঙ্গলবার
বিকালে বারপাড়া ইউনিয়ন অলির বাজার মিছিলে মিছিলে মুখরিত হয়ে। এসময় এলাকার
সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
এসময় ইঞ্জিনিয়ার মোহাম্মদ
আক্তারুজ্জামান রিপন বলেন, সদর দক্ষিণের বারপাড়া ইউনিয়নের মানুষ আজ এতোটাই
অবহেলিত যে, ইপিজেড এর বর্জ্যে নদী এবং ফসলী জমি নষ্ট হচ্ছে। যার ফলে কৃষক
জমি চাষাবাদের অনুপযোগী হয়ে পড়েছে। গত ১৫ বছরে এই এলাকায় উন্নয়ন হয়নি, হয়নি
কোনো সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, হয়নি কোনো নতুন শিক্ষা প্রতিষ্ঠান,
অদূরদর্শী নেতৃত্বের কারণের এই এলাকার কৃষ্টি কালচার আজ বিলুপ্তির পথে।
তিনি
বলেন, আমাকে যদি আপনারা নির্বাচিত করেন, এই এলাকাকে মাদক এবং
সন্ত্রাসমুক্ত করবো, ইপিজেডের বর্জ্য আসা বন্ধ করবো, এলাকার ইতিহাস, ঐতিহ্য
সম্মুন্নত রেখে শেখ হাসিনা সরকারের স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়ার
অগ্রযাত্রা সাথে শামিল করবো ইনশাআল্লাহ।
এদিকে ভোটারদের ভাষ্য- রিপন
একজন সু-শিক্ষিত এবং যোগ্য ব্যক্তি। দীর্ঘদিন এলাকা তিনি নিজের ক্লিন ইমেজ
ধরে রাখতে পেরেছেন । বিশেষ করে সদর দক্ষিণে গত ১২ বছর ধরে সামাজিক
কর্মকা-ের মাধ্যমে মানুষের মন জয় করতে পেরেছেন তিনি। তাই অন্য প্রার্থীদের
তুলনা ভোটার মাঠে তিনি এগিয়ে রয়েছেন।
এসময় জনসভায় আরো উপস্থিত ছিলেন,
বারপাড়া কেন্দ্র সমন্বয়ক খোরশেদ আলম, কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আব্দুর রব
মজুমদার (তুহিন) সহ আরো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।