অনুমতি
ছাড়া হলুদ, মরিচ গুঁড়া ও আখের চিনি বিক্রির অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ৬০
হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৭ মে) কুমিল্লা জেলার আদর্শ সদর
উপজেলার চকবাজার ও রাজগঞ্জ বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
বিএসটিআই কুমিল্লার উপপরিচালক (সিএম) কে এম হানিফ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি
জানান, বিএসটিআইয়ের মান সনদ ছাড়া আখের চিনি বিক্রি করে আসছিল আদর্শ সদর
উপজেলার চকবাজার এলাকার মেসার্স মৌরানী এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠানটি। এ
সময় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও বিএসটিআইয়ের
মান সনদবিহীন হলুদ ও মরিচের গুঁড়া বিক্রির অপরাধে একই উপজেলার রাজগঞ্জ
বাজারের মেসার্স রঞ্জিত এন্টারপ্রাইজ ও মেসার্স শফিকুল স্টোরকে পাঁচ হাজার
টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত
থাকবে।
অভিযানে উপস্থিত ছিলেন- বিএসটিআই কুমিল্লার সহকারী পরিচালক
(সিএম) মো. শহিদুল ইসলাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুমিল্লার
সহকারী পরিচালক (সিএম) মো. আছাদুল ইসলাম, বিএসটিআই কুমিল্লার পরিদর্শক
(মেট) আবু সিহাব মোহাম্মদ ইমতিয়াজ ও ফিল্ড অফিসার (সিএম) মো. আমিনুল ইসলাম
শাকিল।