এ বছর
বাংলাদেশ থেকে সব হজযাত্রী ভিসা নিয়ে সঠিক সময়েই হজে যাবেন বলে জানিয়েছেন
ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। তিনি বলেছেন, হজযাত্রীদের ভিসা হওয়া নিয়ে কোনও
সমস্যা নেই। সব হজযাত্রী সঠিক সময়েই সৌদি আরব যাবেন, তারা সঠিক সময়েই ভিসা
পাবেন।
মঙ্গলবার (৭ মে) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ
সময় ফরিদুল হক খান বলেন, যে যেভাবে বলুক, আমাদের ফ্লাইট যখন যেটা চালু
হচ্ছে, হজযাত্রীরা টিকিট নিচ্ছে, ভিসা নিচ্ছে, কোনও সমস্যা নেই। আপনারা
নিশ্চিত থাকুন, এটা কোনও সমস্যা হবে না। আমরা নির্দ্বিধায় এটা চালিয়ে নিতে
পারবো। সে সুযোগ আমাদের আছে।
ভিসা পাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তার বিষয়ে
তিনি বলেন, ‘আমরা সমস্যা অনুভব করছি না। আমরা সঠিক সময়ে আমাদের সব কাজই
করতে পারবো। এতে কোনও সন্দেহ নেই।
এদিকে ধর্ম মন্ত্রণালয় থেকে জানা গেছে, আগামী ১১ মে পর্যন্ত ভিসা আবেদন করা যাবে।