বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান আজ চৌদ্দগ্রাম ও কুমিল্লায় আসছেন। চৌদ্দগ্রামের ধোড়করা বাজার এবং কুমিল্লা শহরের মনোহরপুর এলাকায় হারল্যানের ব্র্যান্ডসপ উদ্বোধন করতে আজ কুমিল্লায় আসবেন তিনি। তার সাথে থাকবেন জনপ্রিয় অভিনেতা ইমন।
জানা গেছে, সাকিব আল হাসান হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং জনপ্রিয় চিত্রনায়ক মামনুন হাসান ইমন রিমার্ক-হারল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর।
বুধবার (৭ এপ্রিল) বিকাল ৩টায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ধোড়করা বাজারে মালেক টাওয়ারে এবং বিকেল ৪টায় কুমিল্লা শহরের মনোহরপুরস্থ সোনালি স্কয়ার মার্কেটে হারল্যানের পৃথক দুটি ব্র্যান্ডসপ উদ্বোধন হবে। ব্র্যান্ডসপ দুটি উদ্বোধন করতেই কুমিল্লায় আসছেন ক্রিকেটার সাকিব এবং চিত্রনায়ক ইমন।