বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪
২১ অগ্রহায়ণ ১৪৩১
প্রথমবার মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ড
প্রকাশ: সোমবার, ৬ মে, ২০২৪, ১২:৫৬ এএম |




বাছাইপর্বের প্রথম সেমি-ফাইনালে আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে স্কটল্যান্ড।
 
দুর্দান্ত বোলিংয়ের পরে ব্যাট হাতেও দলকে সামনে থেকে পথ দেখালেন ক্যাথরিন ব্রাইস। অধিনায়কের অলরাউন্ড নৈপুণ্যে আয়ারল্যান্ডকে হারিয়ে দিল স্কটল্যান্ড। দাপুটে জয়ে প্রথমবারের মতো জায়গা করে নিল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে।
আবু ধাবিতে রোববার বিশ্বকাপের বাছাইপর্বের প্রথম সেমি-ফাইনালে স্কটল্যান্ডের জয় ৮ উইকেটে। আইরিশদের ১১০ রান তারা পেরিয়ে যায় ২২ বল বাকি থাকতে।
জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে স্কটল্যান্ডের জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন ব্রাইস। ৪ ওভারে স্রেফ ৮ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। রান তাড়ায় ৫ চারে ৩৫ রান করে দলের জয় সঙ্গে নিয়ে ফেরেন এই পেস বোলিং অলরাউন্ডার।
স্কটিশদের এই জয়ে অবদান কম নয় র‌্যাচেল স্ল্যাটার ও মেগান ম্যাককলের। বাঁহাতি পেসার স্ল্যাটার ৩২ রান দিয়ে নেন ৩ উইকেট। আর ওপেনার ম্যাককল ৪৭ বলে ঠিক ৫০ রান করতে মারেন এক ছক্কা ও ৪টি চার।
টস জিতে ব্যাটিংয়ে নামা আইরিশদের হয়ে ৩ চারে সর্বোচ্চ ৪৫ রান করেন লিয়া পল। আর্লিন কেলির ব্যাট থেকে আসে ৫ চারে ৩৫। তাদের ইনিংসে আর কেবল একজন যেতে পারেন দুই অঙ্কে। স্কটল্যান্ডের দুটি উইকেটই নেন কেলি।
১০ দলের বাছাইপর্বের দুই ফাইনালিস্ট পাবে মূল পর্বের টিকেট।
আগামী মঙ্গলবার বাছাইপর্বের ফাইনালে শ্রীলঙ্কা কিংবা সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে স্কটল্যান্ড। বাছাইয়ের শিরোপা জিতলে মূল পর্বে ‘এ’ গ্রুপে অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, ভারত ও পাকিস্তানের সঙ্গে পড়বে তারা। আর রানার্সআপ হলে ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজকে প্রতিপক্ষ হিসেবে পাবে দলটি।
আগামী অক্টোবরে বাংলাদেশে হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ।















সর্বশেষ সংবাদ
গণতন্ত্র ও সাম্যবাদ
১৯ বছর পর কুমিল্লায় জামায়াতের কর্মী সম্মেলন
কুমিল্লায় মাদক নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবক খুন
কুমিল্লা সদরে জামায়াতের সম্ভাব্য এমপি প্রার্থী দ্বীন মোহাম্মদ
চান্দিনায় অবৈধ ৬ ডায়াগনষ্টিক সেন্টার ও হাসপাতাল বন্ধ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
দেবিদ্বারে আ.লীগ নেতার অবৈধ স্থাপনাসহ শতাধিক দোকান উচ্ছেদ
কুমিল্লা সদরে জামায়াতের সম্ভাব্য এমপি প্রার্থী দ্বীন মোহাম্মদ
ভারতের পেয়াজ-রসুনের দিকে আমরা তাকিয়ে নেই: হাজী ইয়াছিন
কুমিল্লায় আমীরে জামায়াতকে স্বাগত জানিয়ে মহানগরী জামায়াতের মিছিল
এক বিজয় অর্জন করেছো, আরেক বিজয় আসবে
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২