নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লা জিলা স্কুল জামে মসজিদ পুননির্মাণ কাজের ভিত্তি
প্রস্তর স্থাপন করেছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর
মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি। গতকাল (২০ এপ্রিল) রবিবার
দুপুরে এ ভিত্তি প্রস্তর স্থাপনের ফলক উদ্বোধন করেন এবং দোয়া ও মোনাজাতে
অংশ নেন তিনি।
তিনতলা ফাউন্ডেশন বিশিষ্ট ৩৮০০ বর্গফুটের দৃষ্টিনন্দন এ
মসজিদের কাজ অচিরেই শুরু হবে বলে জানান স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ
আবদুল হাফিজ। তিনি বলেন, ‘এ পুননির্মিত মসজিদ এর প্রথম দাতা হচ্ছেন
কুমিল্লা সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। তিনিই
প্রথম তিন লাখ টাকা মসজিদের পুননির্মাণ কাজের জন্য দান করেছেন। আমরা প্রথমে
দোতলা পর্যন্ত মসজিদের কাজ সম্পন্ন করার পরিকল্পনা নিয়ে এগুচ্ছি। এ কাজে
সবার সহযোগীতা প্রত্যাশা করছি।’
গতকাল রবিবার ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে
আরও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ডা. বাকি আনিস, কুমিল্লা
সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র হাবিবুল আল আমিন সাদি,শিক্ষা প্রকৌশল
বিভাগের ইঞ্জিনিয়ার তারেক আহাম্মেদ, কাউন্সিলর মনজুর কাদের মনি, সরকার
মাহমুদ জাভেদ, কাউন্সিলর শিপন,বিদ্যালয়ের সাবেক শিক্ষক মকবুল আহাম্মেদ সহ
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
মসজিদ পুননির্মাণ কাজের ভিত্তি প্রস্তর
স্থাপন শেষে বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেন,একটি
ভালো কাজে শরিক হতে পেরে আমি আনন্দিত। একটি সুন্দর সৎ কাজে সবাইকে যার যার
সামর্থ অনুসারে সাহার্য্য করার আহবান জানান তিনি।