রোববার ১৯ জানুয়ারি ২০২৫
৬ মাঘ ১৪৩১
ফুলশয্যার পর থেকেই পলাতক স্বামী, শ্বশুরবাড়িতে নববধূর অবস্থান
প্রকাশ: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৭:১৮ পিএম |

ফুলশয্যার পর থেকেই পলাতক স্বামী, শ্বশুরবাড়িতে নববধূর অবস্থানফরিদপুরের সালথায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অবস্থান করছেন এক নববধূ। এ ঘটনার পর পালিয়েছেন স্বামীসহ বাড়ির লোকজন।
বুধবার (১৭ এপ্রিল) সকাল ৭টা থেকে উপজেলার বল্লভদী ইউনিয়নের পূর্বফুলবাড়িয়া গ্রামে অবস্থান করছেন ওই তরুণী।
এলাকাবাসী, নববধূর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, পূর্বফুলবাড়িয়া গ্রামের দুলাল শেখের ছেলে নিশাত শেখের (২৩) সঙ্গে ৯ মাস প্রেমের সম্পর্ক ছিল ওই তরুণীর। পরে ছেলের অভিভাবকের সম্মতি ছাড়াই গত ৯ এপ্রিল বিয়ে করেন তারা। ফুলশয্যার রাত কাটিয়েই পালিয়ে যান স্বামী নিশাত। পরে যোগাযোগ বন্ধ করে দেন তিনি। এ অবস্থায় বুধবার সকালে স্বামীর বাড়িতে অবস্থান নেন নববধূ।
ভুক্তভোগী নববধূ (১৯) বলেন, ‘নিশাতের সঙ্গে আমার ফেসবুকে পরিচয়। পরে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সে আমাদের বাড়িতে নিয়মিত যাওয়া-আসা করতো। গত ৯ এপ্রিল তার সম্মতিতে আমাদের বাড়িতে বিয়ে হয়। সে আমার সঙ্গে রাতযাপন করে সকালে পালিয়ে চলে আসে। পরে এক সপ্তাহ পার হলেও আমার সঙ্গে বা আমার পরিবারের সঙ্গে যোগাযোগ করেনি। এজন্য আমি স্বামীর বাড়িতে চলে এসেছি।’
তিনি আরও বলেন, ‘আমি এখানে আসার পর বাড়ির সবাই পালিয়েছেন। স্ত্রীর স্বীকৃতি না দিলে আমার আত্মহত্যা ছাড়া উপায় নেই।’
পলাতক থাকায় নিশাত শেখ ও তার পরিবারের বক্তব্য পাওয়া যায়নি।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, খোঁজ নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জানতে চাইলে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিচুর রহমান বালী বলেন, বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।












সর্বশেষ সংবাদ
ওয়ারেন্টভুক্ত ফেরারী আসামিরা নির্বাচন করতে পারবে না
কুমিল্লা নগরীর ফুটপাত দখলমুক্ত করতে সেনাবাহিনীর অভিযান
হাসিনার বিচারের জন্য জাতি আজ অঙ্গীকারবদ্ধ
‘কুমিল্লার মডেলে আগামীর বাংলাদেশ গঠন হবে’
নাঙ্গলকোটে তিন মহিলা চোর আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা নগরীর ফুটপাত দখলমুক্ত করতে সেনাবাহিনীর অভিযান
কবির শিকদার গ্রেফতার
লালমাই ইয়াবা ‘হোম ডেলিভারি’ দিতে এসে বিক্রেতা আটক
রাস্তার বালু নিয়ে খেলার ‘অপরাধে’ শিশুকে ডোবায় ফেলে দিলেন শিক্ষক!
‘কুমিল্লার মডেলে আগামীর বাংলাদেশ গঠন হবে’
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২