রোববার ৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২
‘বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ’- এমপি আবুল কালাম আজাদ
শাহীন আলম,দেবিদ্বার
প্রকাশ: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ১০:৪৩ এএম |

‘বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ’- এমপি আবুল কালাম আজাদজীর্ণ পুরাতন সবকিছু ভেসে যাক, ‘মুছে যাক গ্লানি’ এ আহ্বান জানিয়ে কুমিল্লার দেবিদ্বার উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন হয়েছে। এ উপলক্ষে রবিবার (১৪ এপ্রিল) সকাল ১০টার দিকে ‘মঙ্গল শোভাযাত্রা’ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে দেবিদ্বার উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিগার সুলতানার সভাপতিত্বে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ এমপি। মঙ্গল শোভাযাত্রাটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে দেবিদ্বার স্বাধীনতা চত্ত্বর ঘুরে উপজেলা পরিষদ হলরুমে এসে শেষ হয়। পরে স্থানীয় শিল্পকলা একাডেমির ক্ষুদে শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। আলোচনা সভায় এমপি আবুল কালাম আজাদ দেবিদ্বারবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বলেন, বর্ষবরণ বাঙালির প্রাণের উৎসব। শোভাযাত্রা, মেলা, পান্তা-ইলিশ খাওয়া, হালখাতা খোলা ইত্যাদি বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করা হয়। বাংলা নববর্ষের ঐতিহ্যবাহী শুভেচ্ছা বাক্য হল- ‘শুভ নববর্ষ। তিনি আরও বলেন, বৈশাখ বাঙ্গালী জাতির ইতিহাস ঐতিহ্যে জড়িয়ে আছে বহু বছর ধরে। বাঙালি সংস্কৃতির ও গণতান্ত্রিক ঐতিহ্যের ধারক ও বাহক বৈশাখ। এটি বাঙালির সর্বজনীন লোকজ উৎসব হিসেবে পরিচিত। ‘বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ’- এমপি আবুল কালাম আজাদএই দিনে আমাদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে পুরানো বছরের সব গ্লানি মুছে দিয়ে নতুন বছরকে সাদরে গ্রহন করি। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিগার সুলতানা, দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নয়ন মিয়া, দেবিদ্বার পৌর আওয়ামীলীগের সভাপতি মো. আবুল কাশেম চেয়ারম্যান, এমপি আবুল কালাম আজাদের সহধর্মিণী সাদিয়া সাবা।  এসময় অন্যান্যদের  মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক ইফতেখার ইসলাম তুষার, মোস্তাফিজুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক মো. মিজানুর রহমান, গুনাইঘর উত্তর ইউপি চেয়ারম্যান  মো. মোকবল হোসেন মুকুল, ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ, জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান মো.জাহিদুল আলম, দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. আসাদুর রহমান রনি প্রমুখ।       













সর্বশেষ সংবাদ
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
সংস্কার কমিশনের রিপোর্ট পেলে ধারনা করা যাবে নির্বাচন কবে হবে: সিইসি
আজ কুমিল্লায় আসছেন সিইসি
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
এক বছরে ৯৬ বেওয়ারিশ লাশ দাফন কুমিল্লায়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা ইকরা মডার্ণ স্কুলের বার্ষিক ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
জিয়া সাইবার ফোর্স- কুমিল্লা উত্তর জেলা কমিটি অনুমোদন
কুমিল্লায় বিজিবি অভিযানে ৬০ কেজি গাঁজা জব্দ
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
‘সংস্কার কমিশনের সুপারিশের আগে সীমানা পুনর্নির্ধারণ নয়’
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২