কুমিল্লার
বরুড়ার আদ্রা গ্রামের জরিনা নামে এক গৃহবধূ কে গরম ডাল মাথায় ঢেলে দেয়ার
মামলার আসামী স্বামী সাইফুল ইসলাম কে (৩৫) ১৪ এপ্রিল রাতে গ্রেফতার করেছে
বরুড়া থানা পুলিশ।
মামলার বিবরণে জানা যায়, যৌতুক না দেয়ার অপরাধে
উপজেলার আদ্র ইউনিয়নের আদ্রা গ্রামের মৃত আবুল হাসেম এর ছেলে স্বামী সাইফুল
ইসলাম ২৬ রমজান দিনে মারধর করে স্ত্রী জরিনা কে। শবে কদর সন্ধ্যা শাশুড়ী
সাফিয়া বেগম (৫৫) গরম ডাল মাথায় ঢেলে দেয় ৩ সন্তানের জননী জরিনার মাথায়।
তার
আত্ব চিৎকারে পাশের লোকজন এসে জরিনা কে উদ্বার করে কচুয়া সরকারি হসপিটাল
নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ
হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠায়।
বর্তমানে জরিনা মৃত্যুর সাথে পান্জা লড়ছে। তার মাথা ও মুখম-ল জ্বলছে যায়।
মামলার বাদী জরিনার চাচা মোঃ আবদুল কাদের ঘটনার কথা উল্লেখ ১৩ এপ্রিল ২৪ ইং সন্ধ্যায় বরুড়া থানায় একটি মামলা দায়ের করেন।
এস আই লক্ষণ রাতে অভিযান চালিয়ে স্বামী সাইফুল ইসলাম কে গ্রেফতার করে ১৪ এপ্রিল ২৪ ইং তাকে জেল হাজতে প্রেরণ করে।
এ
বিষয় বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, ১৩
এপ্রিল রাতে এ বিষয় একটি মামলা হয়। রাতে স্বামী কে আটক করা হয়েছে। শাশুড়ী
সাফিয়া বেগম পলাতক রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ অবশ্যই নেওয়া হবে।