বুধবার ৯ জুলাই ২০২৫
২৫ আষাঢ় ১৪৩২
কুমিল্লা ঈদ জামাতে মুসলিম উম্মাহর শান্তি কামনা
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪, ১১:১১ এএম |

কুমিল্লা ঈদ জামাতে মুসলিম উম্মাহর শান্তি কামনা :কুমিল্লায় যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে আটটায় কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতিত্ব করেন হাফেজ মুফতী মোহাম্মদ ইব্রাহীম ক্বাদেরী। 
কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে জামাতে অংশ নেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আলহাজ আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাশেম হৃদয় প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। 

ঈদ জামাত শুরু হওয়ার অনেক আগে থেকেই নানা প্রান্ত থেকে মুসল্লিরা দলে দলে কেন্দ্রীয় ঈদগাহে আসতে শুরু করেন। নির্দিষ্ট সময়ের পূর্বেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় ঈদগাহ মাঠ। পরে সড়কেই জায়নামাজ বিছিয়ে ঈদ জামাতে শরিক হন অনেক মুসুল্লি। 

ঈদুল ফিতরের জামাত শেষে বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে ফিলিস্তিনের নির্যাতিত মুসলিমদের জন্য বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়। 

এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ছাড়াও  সিটি কর্পোরেশন এলাকার অন্যান্য গুরুত্বপূর্ণ ঈদগাহ ও মসজিদগুলোতে পবিত্র ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।  যথাক্রমে এসব মসজিদ ঈদগাহে সকাল ৮টা, সাড়ে ৮টা এবং ৯টায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয় ।

এর মধ্যে সকাল সাড়ে ৮টায় রানীর বাজার জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত ঈদ জামাতে ইমামতিত্ব করবেন মাওলানা মনির হোসেনের। একই সময়ে মুনসেফ বাড়ি জামে মসজিদে ইমামতিত্ব করেন মাওলানা মিজানুর রহমান। পুলিশ লাইন জামে মসজিদে ইমামতিত্ব করেন মাওলানা শরফুদ্দিন। কালিয়াজুরী বড় মসজিদে ইমামতিত্ব করেন মাওলানা সাইদুর রহমান। জানু মিয়া জামে মসজিদে ইমামতিত্ব করেন মাওলানা ফজলুল হক। মুন্সী বাড়ি জামে মসজিদে ইমামতিত্ব করেন মাওলানা নুরুল ইসলাম। আড়াইওড়া শাহী ঈদগাহে ইমামতিত্ব করেন মাওলানা আলী হোসেন। দূর্গাপুর দিঘিরপাড় ঈদগাহে ইমামতিত্ব করেন মাওলানা ইমাম হোসেন। সার্ভে ইন্সটিটিউট জামে মসজিদে ইমামতিত্ব করেন মাওলানা সিদ্দিকুর রহমান। শুভপুর শাহী ঈদগাহ ময়দানে ইমামতিত্ব করেন মাওলানা মোহাম্মদ নেয়ামত উল্লাহ।

সকাল ৮টায় ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয় কুমিল্লা কেন্দ্রীয় কারাগার ঈদগাহে। এতে ইমামতিত্ব করেন মাওলানা শাহজালাল সিরাজী। একই সময়ে বাগিচাগাঁও বড় মসজিদে ইমামতিত্ব করেন মাওলানা আবুল হাসান রাজাপুরী। রেসকোর্স সুন্নিয়া জামে মসজিদে ইমামতিত্ব করেন মাওলানা নুরুল্লাহ আল কাদেরী। কাসেমুল উলুম মাদরাসায় ইমামতিত্ব করেন মাওলানা মামুনুর রশিদ। 

কুমিল্লার বুড়িচং ব্রাহ্মণপাড়ার মিলনস্থল ঐতিহাসিক দরিয়ারপাড় ঈদগাহ ময়দানেও একই সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

অপরদিকে সকাল ৯টায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয় রেসকোর্স নুর মসজিদে। এতে ইমামতিত্ব করেন মাওলানা আবুল হাসান। একই সময়ে কুমিল্লা জেলা মডেল মসজিদে অনুষ্ঠিত ঈদ জামাতে ইমামতিত্ব করেন মাওলানা শাহাদাত হোসেন। দারোগা বাড়ি জামে মসজিদে ইমামতিত্ব করেন হাফেজ মাওলানা ইয়াসিন নুরী। ছোটরা মোহাম্মদ আলী ঈদগাহে ইমামতিত্ব করেন মাওলানা আনোয়ার হোসাইন।
প্রায় প্রতিটি মসজিদ-ঈদগাহের ঈদ জামাতেই বাংলাদেশসহ মুসলিম উম্মাহ ও বিশ্ববাসীর শান্তি কামনা করে দোয়া করা হয়। 












সর্বশেষ সংবাদ
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
সংস্কার কমিশনের রিপোর্ট পেলে ধারনা করা যাবে নির্বাচন কবে হবে: সিইসি
আজ কুমিল্লায় আসছেন সিইসি
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
এক বছরে ৯৬ বেওয়ারিশ লাশ দাফন কুমিল্লায়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা ইকরা মডার্ণ স্কুলের বার্ষিক ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
জিয়া সাইবার ফোর্স- কুমিল্লা উত্তর জেলা কমিটি অনুমোদন
কুমিল্লায় বিজিবি অভিযানে ৬০ কেজি গাঁজা জব্দ
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
‘সংস্কার কমিশনের সুপারিশের আগে সীমানা পুনর্নির্ধারণ নয়’
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২