রোববার ১৩ জুলাই ২০২৫
২৯ আষাঢ় ১৪৩২
শেষ মুহূর্তের কুমিল্লার ভিড় টুপি দোকানে
প্রকাশ: বুধবার, ১০ এপ্রিল, ২০২৪, ৯:৪৫ পিএম |

শেষ মুহূর্তের কুমিল্লার ভিড় টুপি দোকানে নতুন টুপি আর আতর ঈদের নামাজের অন্যতম অনুসঙ্গ। কেউ কেউ চান পছন্দের জায়নামাজ ও তসবিহ কিনতে। কেউ কেউ পরিবারের সদস্য কিংবা প্রতিবেশী বন্ধুবান্ধবদের টুপি আতর উপহার দিয়ে খুশি ভাগাভাগি করে নেন। আর এই অনুসঙ্গ কেনাকাটা যেন জমে থাকে চান রাতের জন্য। তাই ঈদ কেনাকাটায় শেষ মুহূর্তের ভিড় সামলাচ্ছেন কুমিল্লার টুপি দোকানিরা। 

চান রাতের সন্ধ্যা থেকেই দোকানগুলোতে পা ফেলার কোন জায়গা নেই।  শিশু তরুণ বুড়ো সবাই পছন্দের টুপি ও আতর কিনতে ভিড় করছেন এসব দোকানগুলোতে। বাবা- মায়েরা পছন্দ করে সন্তানের মাথায় টুপি পরিয়ে পছন্দমত টুপি কিনছেন। বয়স্কদের পছন্দ সুগন্ধি আতর আর জায়নামাজ।

কুমিল্লার স্বনামধন্য টুপির দোকান খোশবু স্টোরের স্বত্বাধিকারী মালেক খসরু উষা জানান, চাঁদ রাতে সবচেয়ে বেশি টুপি, আতর এবং জায়নামাজ বিক্রি হয়।  ২৭ রমজানের পর থেকেই মানুষের ভিড় বাড়ে এসব দোকানে। গত বছরের তুলনায় এ বছর টুপির দাম তেমন বাড়েনি।  সাধ্যের মধ্যেই কেনা যাচ্ছে আতর ও জায়নামাজ।  দেশি-বিদেশি সকল টুপি ও আতরই বিক্রি হচ্ছে আমাদের দোকানে। 

ছয় বছর বয়সী শিশু সাফওয়ানের জন্য টুপি কিনতে আসা তার মা ফারজানা আহমেদ জানান,  আগামীকাল বাবার সাথে সাফার প্রথম ঈদ জামাতে অংশ নিতে যাবে।  তাই বাবা ও ছেলের জন্য পছন্দ করে টুপি কিনছি।
ষাটোর্ধ্ব বয়সী আমিনুল ইসলাম এসেছেন পরিবারের সবার জন্য টুপি ও আতর কিনতে। তিনি জানান,  আগামীকাল ঈদের জামাতের আগে সবাইকে টুপি ও আতর উপহার দেয়া হবে। 

টুপি ও আতর ব্যবসায়ীদের তথ্য মতে,  সারা বছর যে পরিমাণ বেচাকেনা হয় তার প্রায় অর্ধেক ঈদ-উল-ফিতরের চাঁদ রাতে বিক্রি হয়।  এজন্য আগে থেকেই দেশি-বিদেশি নানান ব্র্যান্ডের এবং নানান ডিজাইনের টুপি সংগ্রহ করা থাকে দোকানগুলোতে।  দেশ বিদেশ থেকে আনা আতরও রাখা থাকে চাঁদ রাতের জন্য।












সর্বশেষ সংবাদ
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
সংস্কার কমিশনের রিপোর্ট পেলে ধারনা করা যাবে নির্বাচন কবে হবে: সিইসি
আজ কুমিল্লায় আসছেন সিইসি
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
এক বছরে ৯৬ বেওয়ারিশ লাশ দাফন কুমিল্লায়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা ইকরা মডার্ণ স্কুলের বার্ষিক ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
জিয়া সাইবার ফোর্স- কুমিল্লা উত্তর জেলা কমিটি অনুমোদন
কুমিল্লায় বিজিবি অভিযানে ৬০ কেজি গাঁজা জব্দ
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
‘সংস্কার কমিশনের সুপারিশের আগে সীমানা পুনর্নির্ধারণ নয়’
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২