প্রকাশ: বুধবার, ১০ এপ্রিল, ২০২৪, ১২:৪০ এএম |

কুমিল্লায় নগরীতে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) ইফতারের পূর্ব মুহুর্তে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু নুসরাত জাহান (৫) শাকতলা এলাকার কবির হোসেনের মেয়ে।
নিহত শিশুর চাচা রুবেল হোসেন বলেন, এটি কুমিল্লা-নোয়াখালি আঞ্চলিক মহাসড়ক। কিন্তু স্থানীয় প্রভাবশালী মহল সড়কের ওপর নির্মাণ সামগ্রী রেখে দীর্ঘদিন কাজ করে আসছিল। আজ সন্ধ্যায় আমার ভাতিজি তার বাবার জন্য ইফতারি নিয়ে বাসার পাশের একটি ভবনে যাচ্ছিল। সেখানে তার বাবা ভবনের কেয়ার টেকারের চাকরি করেন। যাওয়ার পথে ফুটপাত ও রাস্তার পাশে নির্মাণ সামগ্রী থাকায় সে রাস্তা দিয়ে যাচ্ছি। এসময় সিএনজি চালিত অটোরিকশা তাকে ধাক্কা দিলে সে মারা যায়। আমরা বিচার চাই।
এ বিষয়ে জানতে চাইলে সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন জানান, ৯৯৯ এ ফোনের মাধ্যমে আমরা বিষয়টি জানি। কিন্তু ততক্ষণে তারা লাশ দাফন করে ফেলেছে। পরিবারের পক্ষ থেকে কোন আইনি পদক্ষেপ নেয়া হয়নি।