নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত
অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। এতে ইমামতিত্ব করবেন কান্দিরপাড় কেন্দ্রীয়
জামে মসজিদ এবং কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ’র ইমাম ও খতীব হাফেজ মুফতী
মোহাম্মদ ইব্রাহীম ক্বাদেরী।কুমিল্লা ঈদগাহ্ উপদেষ্টা কমিটির সভায় এ
সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া বৈরি আবহাওয়া বিরাজ করলে ঈদগাহের পাশের কুমিল্লা
স্টেডিয়ামের জিমনেসিয়ামে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
একই সাথে ইসলামী
ফাউন্ডেশন কুমিল্লার দেয়া সময়ে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার অন্যান্য
গুরুত্বপূর্ণ মসজিদগুলোতে পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হবে
যথাক্রমে সকাল ৮টা, সাড়ে ৮টা এবং ৯টায়।
এর মধ্যে সকাল সাড়ে ৮টায় রানীর
বাজার জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতর নামাজের জামাত অনুষ্ঠিত হবে। এতে
ইমামতিত্ব করবেন মাওলানা মনির হোসেনের। একই সময়ে মুনসেফ বাড়ি জামে মসজিদে
ইমামতিত্ব করবেন মাওলানা মিজানুর রহমানের। পুলিশ লাইন জামে মসজিদে
ইমামতিত্ব করবেন মাওলানা শরফুদ্দিন। কালিয়াজুরী বড় মসজিদে ইমামতিত্ব করবেন
মাওলানা সাইদুর রহমানের। জানু মিয়া জামে মসজিদে ইমামতিত্ব করবেন মাওলানা
ফজলুল হক। মুন্সী বাড়ি জামে মসজিদে ইমামতিত্ব করবেন মাওলানা নুরুল ইসলাম।
আড়াইওড়া শাহী ঈদগাহে ইমামতিত্ব করবেন মাওলানা আলী হোসেন। দূর্গাপুর
দিঘিরপাড় ঈদগাহে ইমামতিত্ব করবেন মাওলানা ইমাম হোসেন। সার্ভে ইন্সটিটিউট
জামে মসজিদে ইমামতিত্ব করবেন মাওলানা সিদ্দিকুর রহমান। শুভপুর শাহী ঈদগাহ
ময়দানে ইমামতিত্ব করবেন মাওলানা মোহাম্মদ নেয়ামত উল্লাহ।
সকাল ৮টায় ঈদুল
ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হবে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার ঈদগাহে।
এতে ইমামতিত্ব করবেন মাওলানা শাহজালাল সিরাজী। একই সময়ে বাগিচাগাঁও বড়
মসজিদে ইমামতিত্ব করবেন মাওলানা আবুল হাসান রাজাপুরী। রেসকোর্স সুন্নিয়া
জামে মসজিদে ইমামতিত্ব করবেন মাওলানা নুরুল্লাহ আল কাদেরী। কাসেমুল উলুম
মাদরাসায় ইমামতিত্ব করবেন মাওলানা মামুনুর রশিদ। দরিয়ারপাড় ঈদগাহ ময়দানেও
একই সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
সকাল ৯টায় ঈদুল ফিতরের নামাজের
জামাত অনুষ্ঠিত হবে রেসকোর্স নুর মসজিদে। এতে ইমামতিত্ব করবেন মাওলানা আবুল
হাসান। একই সময়ে কুমিল্লা জেলা মডেল মসজিদে ইমামতিত্ব করবেন মাওলানা
শাহাদাত হোসেন। দারোগা বাড়ি জামে মসজিদে ইমামতিত্ব করবেন হাফেজ মাওলানা
ইয়াসিন নুরী। ছোটরা মোহাম্মদ আলী ঈদগাহে ইমামতিত্ব করবেন মাওলানা আনোয়ার
হোসাইন।
ঈদগাহ্ উপদেষ্টা কমিটির সভায় আরো জানানো হয়, দূরবর্তী
মুসুল্লিদের সুবিধার্থে নিউমাকের্টের ৫ম তলায় অবস্থিত মসজিদে সকাল সাড়ে ১০
টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে।