নিজস্ব
প্রতিবেদক: পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে নূরুল হক ফাউন্ডেশনের উদ্যোগে
প্রতি বছরের মতো এবারও কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় সমাজের অসহায় দরিদ্র
মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান
বিশিষ্ট শিল্প উদ্যোক্তা কাউসার জামান বাপ্পীর মানবিক উদ্যোগে এই ঈদ উপহার
সামগ্রী বিতরণ করা হয়। ঈদের আগ মুহূর্তে চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু,
সেমাইসহ অন্যান্য ঈদ উপহার সামগ্রী পাওয়ার ফলে হাসি ফুটেছে দরিদ্র মানুষদের
মুখে।
২০১১ সালের ২৩ মে নূরুল হক ফাউন্ডেশন প্রতিষ্ঠা হয়। ফাউন্ডেশনের
চেয়ারম্যান বিশিষ্ট শিল্প উদ্যোক্তা কাউসার জামান বাপ্পী। ২০২০ সালে
কোভিড-১৯ শুরু হলে নূরুল হক ফাউন্ডেশনের মাধ্যমে কুমিল্লা সিটি করপোরেশনের
২৭ টি ওয়ার্ড ও শহরতলির বিভিন্ন গ্রামে অসচ্ছল মানুষের মধ্যে চাল, খাবার,
ঈদ সামগ্রী, ঈদ উপহার, বিনামূল্যে অক্সিজেন সরবরাহ, মাস্ক, হ্যান্ড
স্যানিটাইজার বিতরণ করা হয়। একই সঙ্গে গোপনে অসহায় ও অসচ্ছলদের অনুদান দেয়া
হয় । কুমিল্লা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির প্রতিষ্ঠাতা
সভাপতি ও কুমিল্লা বিসিক শিল্পনগরীর স্কাইল্যাব ফার্মাসিউটিক্যালস লিমিটেড
ওষুধ কোম্পানী করেন নুরুল হক । বাবার নামে এই ফাউন্ডেশন করে কাউসার জামান
বাপ্পী দুগাপুর দক্ষিণ ইউনিয়নের কাশিনাথপুরে মসজিদ ও এতিমখানার ৩৫০ জন
শিশুকে নিয়মিত সহযোগিতা করছেন।