আজকের
আগপর্যন্ত গ্রিন ডেল্টা প্রিমিয়ার ডিভিশন হকি লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে
ছিল আবাহনী। মোহামেডান ছিল দ্বিতীয় স্থানে। সাদা-কালোদের প্রার্থনা ছিল আজ
প্রথম রাউন্ডের শেষ ম্যাচে মেরিনার ইয়াংস যেন আবাহনীকে হারিয়ে দেয়।
বাংলাদেশ
স্পোর্টিং ক্লাবকে ৭-২ গোলে হারিয়ে মোহামেডান নিজেদের কাজটা সেরে রেখেছিল।
পরে আবাহনীও হেরে গেছে মেরিনার ইয়াংসের কাছে। দিনের শেষে মেরিনার্সের কাছে
আবাহনীর ২-১ গোলের হারে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে মোহামেডান।
আগের
ম্যাচেই মোহামেডানের কাছে ৩-২ গোলে হেরে লিগের লড়াইয়ে অনেকটাই পিছিয়ে
পড়েছিল বর্তমান চ্যাম্পিয়ন মেরিনার্স। আজ আবাহনীর বিপক্ষে তাই জেতার প্রবল
চেষ্টা ছিল তাদের। ম্যাচের প্রথম কোয়ার্টারে অবশ্য গোলের দেখা পায়নি
মেরিনার্স। তবে দ্বিতীয় কোয়ার্টারে দুই মিনিটের ব্যবধানে পেয়ে যায় দুই গোল।
মেরিনার্সকে
২-০ গোলে এগিয়ে দেওয়া গোল দুটি করেন মঈনুল ইসলাম ও সোহানুর রহমান।
মঈনুলেরটি ফিল্ড গোল, সোহানুর রহমানেরটি পেনাল্টি কর্নার থেকে। চতুর্থ
কোয়ার্টারে আবাহনীর পক্ষে ব্যবধান কমান পুষ্কর খীসা মিমো।
এর আগে দিনের
প্রথম ম্যাচে বাংলাদেশ এসসিকে ৭-২ গোলে হারায় মোহামেডান। হ্যাটট্রিক করেন
দ্বীন ইসলাম। গোলদাতার খাতায় নাম লেখান শফিউল আলম, শিমুল ইসলাম, আমিরুল
ইসলাম এবং মালয়েশিয়ান ফিতরি বিন সারি।
মোহামেডান বাংলাদেশ এসসিকে হারায় বড় ব্যবধানেবাংলাদেশ হকি ফেডারেশন
বাংলাদেশ এসসির সজিব ইসলাম ও ভারতের চিরঞ্জিত সিং একটি করে গোল করেন।
৫ এপ্রিল থেকে শুরু হবে সুপার সিক্সের খেলা।