শনিবার ২৭ জুলাই ২০২৪
১২ শ্রাবণ ১৪৩১
জাতীয় চ্যাম্পিয়ন বরগুনা, সাফল্যের নেপথ্যে কী?
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪, ১২:৪৫ এএম |




ফাইনালের মধ্যে দিয়ে গতকাল (মঙ্গলবার) পর্দা নেমেছে ৪২তম বাংলাদেশ জাতীয় চ্যাম্পিয়নশিপের। ২০২৩-২৪ মৌসুমে ময়মনসিংহকে হারিয়ে এককভাবে চ্যাম্পিয়ন হয়েছে বরগুনা জেলা। কক্সবাজার স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ফাইনালে তারা ময়মনসিংহকে ৭ উইকেটে হারিয়েছে। ম্যাচটিতে প্রথম ইনিংসে সেঞ্চুরির পাশাপাশি দ্বিতীয় ইনিংসে অর্ধ-শতক করে ম্যাচসেরা হন বরগুনার হৃত্বিক রায়।
দীর্ঘ এই টুর্নামেন্টে বড় বড় সব জেলাকে হারিয়েছে বরগুনা। খুব বড় দল না হয়েও তারা চ্যাম্পিয়ন হয়েছে। তবে তার জন্য দলের সাফল্য এবং ক্রিকেটারদের ডেডিকেশনকে এগিয়ে রাখছেন বরগুনা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।
টুর্নামেন্টে নিজেদের যাত্রার কথা বলতে গিয়ে ঢাকা পোস্টকে আলমগীর বলেন, ‘সবমিলিয়ে অনেক ভালো বলব, আমাদের প্রথম রাউন্ড ছিল ফরিদপুরে। সেখানে গ্রুপপর্বে তিনটা ম্যাচ ছিল, তার মধ্যে বড় দল ছিল নায়ারণগঞ্জ। তাদের দেওয়া ৩০০ রান চেজ করেও আমরা জিতেছি। মূলত দলের কম্বিনেশনের কারণে এমন সাফল্য, বড় টিমকে হারাতে পেরেছি। প্রথম রাউন্ড থেকেই বিশ্বাস তৈরি হয়েছিল যে আমরা পারব।’
চ্যাম্পিয়ন হতে গিয়ে বড় বড় দলকে হারানোর পেছনের ম্যাজিক কী ছিল এমন প্রশ্নে আলমগীর বলেন, ‘আসলে সবচেয়ে বড় কথা এই লেভেলে ঢাকা লিগ খেলা খেলোয়াড়রারাও খেলে। যদিও এবার কম খেলেছে, যার কারণে দাপট দেখিয়েছে প্রথম ডিভিশনের ক্রিকেটাররা। আমার দলের অধিনায়ক ওমর ফারুক আকাশ চমৎকার খেলেছে, তার নেতৃত্বেই এমন সাফল্য। এছাড়া দারুণ বল করেছে শাকিল। উইকেট পেয়েছে ১৭টি, হৃত্বিকও ভালো করেছে।’
বরগুনার এই দল থেকে ভবিষ্যতে কাউকে জাতীয় দলে দেখার আশা আলমগীরের, ‘আমি আশা করি এই দল থেকে শাকিল খেলবে জাতীয় দলে। সে ২০১২ সালে স্কুল চ্যাম্পিয়ন ক্রিকেটার। তখন থেকে এই পর্যন্ত আসছে, আরও ভালো করবে। এছাড়া হৃত্বিক আছে। বিসিবি সকসময় উৎসাহিত করে। তাদের যদি এনসিএলে সুযোগ করে দেয় তাহলে খেলার মধ্যে থাকতে পারবে। চেয়ারম্যান ববি (আহমেদ সাজ্জাদুল আলম) ভাইকেও বলেছি আমি।’












সর্বশেষ সংবাদ
শিক্ষার্থীদের রাজাকার বলিনি
অপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করুন : প্রধানমন্ত্রী
গ্রেপ্তার বাড়ছে কুমিল্লায়
চিরচেনা রূপে অর্থনীতির লাইফলাইন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
আহতদের চিকিৎসা ও রোজগারের ব্যবস্থা করবে সরকার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি, বক্তব্য বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী
কুমিল্লায় আট মামলায় গ্রেপ্তার দেড় শতাধিক
আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল বিশ্ববিদ্যালয় প্রশাসন
অফিসে হামলার সময় চেয়ে চেয়ে দেখলেন: স্বরাষ্ট্রমন্ত্রী
আন্দালিভ রহমান পার্থ ৫ দিনের রিমান্ডে
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২ | Developed By: i2soft