১০ লেন হচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
তানভীর দিপু
|
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ১০ লেনে উন্নীত করার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন সড়ক, পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নূরী। তিনি মঙ্গলবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ঈদ যাত্রা ও সড়ক নিরাপত্তা বিষয়ক গণশুনানি ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। সড়ক সচিব আরো জানান, দেশের লাইফ লাইন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ১০ লেনে উন্নীত করার সমীক্ষার কাজ শেষ হয়েছে। ১০ লেন হলেও মহাসড়কটি ১২ লেনের এক্সপ্রেসওয়ের সুবিধা পাবে ব্যবহারকারীরা। ইতিমধ্যে অর্থায়নকারী প্রতিষ্ঠান ও সংস্থার সাথেও কথা চলছে। |