শনিবার ১৯ জুলাই ২০২৫
৪ শ্রাবণ ১৪৩২
রাতের আঁধারে রাবিশ দিয়ে সড়ক সংস্কারের অভিযোগ
কাজ বন্ধ করে দিয়েছে স্থানীয় সরকার বিভাগ
মো. হাবিবুর রহমান, মুরাদনগর
প্রকাশ: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪, ১:০৩ এএম |

রাতের আঁধারে রাবিশ দিয়ে সড়ক সংস্কারের অভিযোগ

রাতের আধারে নি¤œমানের রাবিশ ইট দিয়ে প্রায় কোটি টাকার ব্যায়ে সড়ক সংস্কার কাজ করার ঘটনা ঘটেছে। কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন সিএন্ডবি-বাইড়া সড়কের সংস্কার কাজে ঘটেছে এই তুঘলকি কান্ড। এ ঘটনায় এলাকায় চলছে ব্যাপক সমালোচনা। এরই মধ্যে সড়কের কাজ বন্ধ করে দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
সরেজমিনে গিয়ে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন সিএন্ডবি থেকে বাইড়া সড়কের ১২শত মিটার অংশের সংস্কার কাজ পায় এসএস ইন্টারন্যাশনাল নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে ব্যায় হবে আশি লক্ষ টাকা। প্রায় কোটি টাকা ব্যায়ে সংস্কার হতে যাওয়া এই সড়কটিতে গত দুই তিনদিন ধরে রাতের আধারে নি¤œমানের মাটি মিশ্রিত রাবিশ ইট দিয়ে রাস্তা মেকাডমের কাজ করেছেন সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। এ নিয়ে এলাকায় জনসাধারণের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। স্থানীয় যুবকরা নিম্নমানের এসব সামগ্রী নিয়ে ফেসবুকে ছবি এবং ভিডিও আপলোড করে প্রতিবাদ জানায়।

স্থানীয়রা জানায়, রাতের অন্ধকারে ঠিকাদারের লোকজন নি¤œমানের মাটি মিশ্রিত রাবিশ ইট দিয়ে রাস্তার কাজ করছে। কাজের অনুপযোগী মালামাল ব্যবহারের কারনেই তারা রাতের অন্ধকারে কাজ করে। আমরা সকালে ঘুম থেকে উঠে দেখি রাস্তায় রাবিশ দিয়ে কাজ করে গেছে। এ সড়কে চলাচলকারী অটোরিক্সা চালক এবং যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, এসব পচাঁ জিনিস দিয়ে রাস্তার কাজ করার চেয়ে না করা ভাল। এই সড়ক একমাসও টিকবে না।
গুরুতর এ অনিয়মের ব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠান এসএস ইন্টারন্যাশনালের কর্ণধার শামীম হোসেন বলেন, কাজটি আমার লাইসেন্সে হলেও মূলত কাজটি করছেন ঠিকাদার রফিকুল ইসলাম। আমি বিষয়টি জেনেছি, এসব মালামাল সরিয়ে ভাল মালামাল দিয়ে কাজ করা হবে।
উপজেলা প্রকৌশলী রায়হানুল আলম চৌধুরী বলেন, ওই রাস্তায় লোক পাঠিয়ে ঘটনার সত্যাতা পাওয়া গেছে। ঠিকাদারী প্রতিষ্ঠানকে রাবিশ গুলো সরিয়ে নিতে বলা হয়েছে। না সরালে ঠিকাদারী ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হবে।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাসরিন সুলতানা নিপা দৈনিক কুমিল্লার কাগজকে বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।















সর্বশেষ সংবাদ
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
সংস্কার কমিশনের রিপোর্ট পেলে ধারনা করা যাবে নির্বাচন কবে হবে: সিইসি
আজ কুমিল্লায় আসছেন সিইসি
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
এক বছরে ৯৬ বেওয়ারিশ লাশ দাফন কুমিল্লায়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জিয়া সাইবার ফোর্স- কুমিল্লা উত্তর জেলা কমিটি অনুমোদন
কুমিল্লা ইকরা মডার্ণ স্কুলের বার্ষিক ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কুমিল্লায় বিজিবি অভিযানে ৬০ কেজি গাঁজা জব্দ
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
‘সংস্কার কমিশনের সুপারিশের আগে সীমানা পুনর্নির্ধারণ নয়’
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২