শনিবার ২৭ জুলাই ২০২৪
১২ শ্রাবণ ১৪৩১
নাঙ্গলকোটে ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুই পরিবার পেলেন নতুন ঘর
ইমরান হোসেন সোহান, নাঙ্গলকোট
প্রকাশ: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪, ১:০৩ এএম |


কুমিল্লা নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় লাইনচ্যুত হওয়া বগি পড়ে ঘরহারা বৃদ্ধ চাঁন মিয়া ও মনোয়ারা বেগম দম্পতি এবং স্বপনকে দু'টি নতুন ঘর উপহার দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ইসমাইল হোসেন। নতুন ঘর পেয়ে উৎফুল্ল ওই দুই পরিবার। সোমবার (১ এপ্রিল) বৃদ্ধ চাঁন মিয়া, মনোয়ারা বেগম দম্পতি ও স্বপনকে টিন সেডের পৃথক দু'টি নতুন ঘর হস্তান্তর করে দেয়া হয়।
জানা যায়, গত ১৭ মার্চ দুপুরে উপজেলার ঢালুয়া ইউনিয়নের তেজের বাজার শিহর গ্রামের চাঁন মিয়া ও তার স্ত্রী মনোয়ারা বেগম নিজ ঘরের পাশে বসে কাজ করছেন। এমন সময় হঠাৎ বিকট শব্দে ট্রেনের একটি বগি ছিটকে এসে ঘরের ওপর পড়ে ঘর ভেঙে যায়।এসময় পার্শ্ববর্তী স্বপন মিয়ার ঘরেও একটি বগি পড়ে বসত ঘরটি তছনছ হয়ে যায়। এই খবরটি বিভিন্ন পত্রিকায় প্রকাশের পর উপজেলা নির্বাহী অফিসার ইসমাইল হোসেন তার ব্যক্তিগত উদ্যোগে তাদেরকে নতুন ঘর করে দেওয়ার ঘোষণা দেয়। সেই প্রতিশ্রুতি অনুযায়ী সোমবার উপজেলা নির্বাহী অফিসার ইসমাইল হোসেন পৃথক দু'টি টিন সেডের ঘর বুঝিয়ে দেয় ওই দুই পরিবারকে।
এ বিষয়ে মনোয়ারা বেগম বলেন, আমি নতুন ঘর পেয়ে আনন্দিত। আল্লাহ যেন নির্বাহী অফিসার-সহ তার পরিবারের সবাইকে ভালো রাখে।এছাড়াও স্বপন মিয়া বলেন, নতুন ঘর করার মত আমার তেমন কোন সামর্থ্য নেই, আমি উপজেলা নির্বাহী অফিসারকে ধন্যবাদ জানাই আমাকে এ ঘরটি উপহার দেয়ার জন্য।  এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার ইসমাইল হোসেন বলেন, বিজয় এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় লাইনচ্যুত বগি চাঁন মিয়া ও মনোয়ারা দম্পতি এবং স্বপন মিয়ার বসত ঘরের উপর পড়ে তাদের ঘর গুলো ভেঙে যায়। তাৎক্ষণিক তাদের সঙ্গে কথা বলে দু'টি পরিবারকে ঘর নির্মাণের আশ্বাস দেই। পাশাপাশি আর্থিক প্রণোদনাও দেওয়ার কথা বলি। সেই অনুযায়ী দু'টি ঘর নির্মাণ করে দিয়েছি। পাশাপাশি তাদের প্রত্যেককে আর্থিক প্রণোদনাসহ ১০টি হাঁস, ১০টি মুরগি এবং দুটি ছাগল কিনে দেওয়া হয়েছে।















সর্বশেষ সংবাদ
শিক্ষার্থীদের রাজাকার বলিনি
অপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করুন : প্রধানমন্ত্রী
গ্রেপ্তার বাড়ছে কুমিল্লায়
চিরচেনা রূপে অর্থনীতির লাইফলাইন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
আহতদের চিকিৎসা ও রোজগারের ব্যবস্থা করবে সরকার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি, বক্তব্য বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী
কুমিল্লায় আট মামলায় গ্রেপ্তার দেড় শতাধিক
গ্রেপ্তার বাড়ছে কুমিল্লায়
আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল বিশ্ববিদ্যালয় প্রশাসন
শিক্ষার্থীদের রাজাকার বলিনি
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২ | Developed By: i2soft