কুমিল্লার
চান্দিনায় কাভার্ড ভ্যান চাপায় পথচারী অজ্ঞাত এক নারী নিহত হয়েছে। রবিবার
(৩১ মার্চ) দুপুর দেড়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার পালকি সিনেমা
হল এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার
ইনচার্জ মোঃ মঞ্জুরুল আলম মোল্লা জানান, তাৎক্ষনিকভাবে নিহত নারীর পরিচয়
সনাক্ত করা যায়নি। তবে পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
স্থানীয়রা জানান,
দুপুর আনুমানিক ১টার দিকে ওই নারী মহাসড়ক পারাপারের সময় কাভার্ডভ্যান চাপা
দিলে ঘটনাস্থলে নিহত হন ওই নারী। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায়
নিয়ে যায়।