নিজস্ব
প্রতিবেদক: ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের উপর বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ
অভিযান শুরু করেছে হাইওয়ে পুলিশ। শনিবার সকালে মহসড়কের কুমিল্লার নিমসার
বাজার এলাকায় উচ্ছেদ শুরু করেন হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মোঃ
খাইরুল ইসলাম। এসময় মহাসড়কের উপর থেকে বাজারের আড়তদারদের পণ্য এবং সড়কের
পাশে পার্কিংয়ের জায়গা থেকে অবৈধ স্থাপন উচ্ছেদ করা হয়।
পুলিশ সুপার
জানান, হাইওয়ে কুমিল্লা রিজিয়নে মহাসড়কের উপর ৫৩৯টি অস্থায়ী এবং স্থায়ী
অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৪৩০টি অবৈধ স্থাপনা অপসারণের কাজ
চলছে।
এছাড়াও পুলিশ সুপার জানান, ঈদ যাত্রা নির্বিঘœ রাখতে কুমিল্লা
রিজিয়নের অধীনে ৭৯২ কিলোমিটার মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়ককে সমান গুরুত্ব দিয়ে
টহল কার্যক্রম সাজানো হচ্ছে।এছাড়াও মহাসড়কে দুর্ঘটনা ঘটলে দ্রুত যান চলাচল
স্বাভাবিক করতে অ্যাম্বুলেন্সের পাশাপাশি প্রস্তুত রয়েছে বিশেষ কুইক
রেসপন্স টিম গঠন করা হয়েছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সড়কে কাজ করবে
কমিউনিটি পুলিশ। কুমিল্লা রিজিয়নে হাইওয়ে সেক্টর থাকবে দুটি ও সাব সেক্টর
২১টি, মোবাইল ডিউটি থাকবে ৩৪টি, পিকেট ডিউটি ১৫টি, কুইক রেসপন্স টিম
মোটরসাইকেলযোগে থাকবে ১৫টি, পিকআপ যোগে ১৫টি, স্ট্রাইকিং রিজার্ভ একটি,
রেকার ডিউটি সরকারি পাঁচটি ও বেসরকারি ছয়টিসহ ১১টি, অ্যাম্বুলেন্স ডিউটি
দুটি, কন্ট্রোলরুম একটি, অস্থায়ী কন্ট্রোলরুম বা ওয়াচ টাওয়ার থাকবে ৩৫টি।