রোববার ৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২
তৃতীয় লিঙ্গের তৈরি মসজিদে নামাজ পড়ছেন এলাকার সবাই
প্রকাশ: শনিবার, ৩০ মার্চ, ২০২৪, ৯:৫৯ পিএম |

তৃতীয় লিঙ্গের তৈরি মসজিদে নামাজ পড়ছেন এলাকার সবাইমসজিদে তৃতীয় লিঙ্গের মানুষদের নামাজ পড়তে দেয়া হয় না। নামাজ পড়তে গেলে নানা বাধা বিপত্তি আসে। তাই ইমামের পেছনে দাড়িয়ে নামাজ আদায় করতে নিজেরাই বানালেন মসজিদ। এমন ঘটনা ঘটেছে ময়মনসিংহে। জেলার ব্রহ্মপুত্র নদের চর কালিবাড়ি এলাকায় মসজিদটি বানানো হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মসজিদের আঙ্গিনায় অযু করছেন আখি হিজরা। একে একে মসজিদে আসতে শুরু করেন আরও তৃতীয় লিঙ্গের মানুষ। কোনো ভেদাভেদ না রেখে একইসাথে জামাতে অংশ নেন এলাকাবাসীও।

তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠি জামে মসজিদের সভাপতি আব্দুল মোতালেব বলেন, এই জনগোষ্ঠীকে সাথে নিয়েই এলাকাবাসী উদ্যোগ নিয়েছে। এখানে কোনো ভেদাভেদ নেই। তাদের সাথে মিলেমিশে কাতারেই নামাজ আদায় করছে এলাকাবাসী।

এ সময় তৃতীয় লিঙ্গের একজন জানান, মৃত্যুর পর আমাদের কেউ জানাজা দেবে কি না, সে নিয়ে চিন্তা ছিল। কিন্তু বর্তমানে অন্য সবার মতোই আমাদের জানাজা ও দাফন হবে বলে আশা করছি।

মসজিদটির ইমাম হাফেজ মোহাম্মদ কারিমুল ইসলাম বলেন, এ জনগোষ্ঠীর খেদমতের সুযোগ পেয়ে নিজেকে গর্বিত মনে করছি। দেশের এরকম আরও মসজিদ যাতে গড়ে উঠে, সে প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

সেতু বন্ধণ কল্যান সংঘের সভাপতি জয়িতা তনু হিজড়া বলেন, আমরাও মানুষ। আমরা তাদেরই সন্তান। একসাথে মিলেমিশে সবাই নামাজ আদায়, কোরআন পাঠ ও ইফতার করছি। এর ফলে কিছুটা হলেও বৈষম্য দূর হয়েছে বলেও জানান তিনি।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের সহযোগিতায় ৩৩ শতাংশ সরকারি খাস জমির ওপর মসজিদ ও কবরস্থান নির্মাণ করা হয়েছে। মসজিদে ইমাম-মুয়াজ্জিন নিয়োগের পাশাপাশি মসজিদ কমিটিও করা হয়েছে।












সর্বশেষ সংবাদ
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
সংস্কার কমিশনের রিপোর্ট পেলে ধারনা করা যাবে নির্বাচন কবে হবে: সিইসি
আজ কুমিল্লায় আসছেন সিইসি
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
এক বছরে ৯৬ বেওয়ারিশ লাশ দাফন কুমিল্লায়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা ইকরা মডার্ণ স্কুলের বার্ষিক ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
জিয়া সাইবার ফোর্স- কুমিল্লা উত্তর জেলা কমিটি অনুমোদন
কুমিল্লায় বিজিবি অভিযানে ৬০ কেজি গাঁজা জব্দ
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
‘সংস্কার কমিশনের সুপারিশের আগে সীমানা পুনর্নির্ধারণ নয়’
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২