বুধবার ১৬ অক্টোবর ২০২৪
৩১ আশ্বিন ১৪৩১
কলেজছাত্রীকে ধর্ষণ, আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা
প্রকাশ: শনিবার, ৩০ মার্চ, ২০২৪, ৮:২৭ পিএম |

কলেজছাত্রীকে ধর্ষণ, আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া ওরফে বড় মনিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রাজধানীর তুরাগ থানায় মামলা করেছেন ভুক্তভোগী কলেজছাত্রী।
শনিবার (৩০ মার্চ) তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তফা আনোয়ার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গতকাল (শুক্রবার) রাত ৯টার দিকে জরুরি সেবার ‘৯৯৯’ নম্বরে কল পেয়ে পুলিশ প্রিয়াংকা সিটি আবাসিক এলাকায় বড় মনিরের ফ্ল্যাট থেকে ওই কলেজছাত্রীকে উদ্ধার করে।
মোস্তফা আনোয়ার বলেন, তাকে জোর করে ওই বাড়িতে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ওই ছাত্রী। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়।
তিনি আরও বলেন, ওই ছাত্রী বলেছেন যে তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে। ফেসবুকে বড় মনিরের সঙ্গে তার পরিচয় হয়। দুদিন আগে তিনি ঢাকায় আসেন। গতকাল তাকে তুরাগের একটি বাসায় ধর্ষণ করা হয় বলে তিনি মামলায় অভিযোগ করেন।
এর আগে ধর্ষণের অভিযোগে গত বছরের ৫ এপ্রিল টাঙ্গাইল সদর থানায় বড় মনিরের বিরুদ্ধে মামলা করে এক কিশোরী (১৭)। পরে ওই কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
গোলাম কিবরিয়া টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহসভাপতি। তিনি টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ওরফে ছোট মনিরের বড় ভাই।












সর্বশেষ সংবাদ
কুমিল্লায় খাল খননের নামে ১৯ কোটি টাকা আত্মসাৎ
পাঁচ বছরের ব্যবধ্যানে কুমিল্লা বোর্ডে কমেছে পাশের হার
কুমিল্লায় দুই মাসে ২৭ খুন
বরুড়ায় রিভলভারসহ একজন গ্রেফতার
কুমিল্লা সীমান্তে বিজিবির হাতে ৮ বাংলাদেশী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
হাসনাত-সারজিসকে রংপুরে অবাঞ্ছিত ঘোষণা জাতীয় পার্টির
মনোহরগঞ্জে সালিশ-বৈঠকেযুবককে কুপিয়ে হত্যা, আহত ৬
হাইকোর্ট ঘেরাওয়ের ঘোষণা সারজিস-হাসনাতের
ভিক্ষুকদের কাছ থেকেও চাঁদা নিতো তারা: ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াত আমীর
সেনাবাহিনীতে নতুন দুই লেফটেন্যান্ট জেনারেল, ডিজিএফআই পেল নতুন ডিজি
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২