রমজানের
তৃতীয় জুমায় মুসল্লিদের ঢল নামে কুমিল্লার মসজিদে মসজিদে। আযানের পরপর
নির্ধারিত সময়ের আগেই ধর্মপ্রাণ মুসল্লিরা আসতে থাকেন মসজিদে। মানুষের
উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় মসজিদ। বরবারের মতো এই শুক্রবারেও
জুমার নামাজে অংশ নিতে মুসল্লিদের ঢল নামে কুমিল্লা কান্দিরপাড় কেন্দ্রীয়
জামে মসজিদে। জুম্মার নামারে শহরের প্রায় প্রতিটি মসজিদেই মুসল্লিদের এরকম
উপচে ভিড় লক্ষ্য করা গেছে। বেশিরভাগ মসজিদের স্থান সংকট হওয়ায় রাস্তায় চলে
আসে নামাজের সারি।
শুক্রবার জুমার নামাজের সময় শহরের কুমিল্লা
কান্দিরপাড় কেন্দ্রিয় জামে মসজিদ, রামঘাটলা জামে মসজিদ , টমছমব্রীজ জামে
মসজিদসহ প্রায় প্রতিটি মসজিদে মুসল্লিদের ভিড় লক্ষ্য করা গেছে। কান্দিপাড়
জামে মসজিদে নামাজের আগেই মুসল্লিদের সারি চলে আসে রাস্তায়।নামাজের আগে
প্রতিটি মসজিদেই বিশেষ বয়ান দেওয়া হয়।এতে ধর্মীয়, সামাজিক ও রমজানের
তাৎপর্যসহ বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন মসজিদের ইমাম ও খতিবরা।