ব্রিটানিয়া
বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার পদে যোগ দিয়েছেন অধ্যাপক মোঃ মিজানুর রহমান। গত
২২ জানুয়ারী,২০২৪ ইং তারিখ শিক্ষা মন্ত্রনালয় ৩৭.০০.০০০০.০৭৮.১১.০০৩.১৩-২২
নং স্মারকে বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন-২০১০ অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি ও
চ্যান্সেলর-এঁর অনুমোদনক্রমে জনাব রহমানকে ৪ বৎসরের জন্য ব্রিটানিয়া
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে নিয়োগ প্রদানের প্রজ্ঞাপন জারি করে।
এরই প্রেক্ষিতে জনাব রহমান আজ ২৮/০৩/২০২৪ ইং তারিখে যোগদান করলেন।
উল্লেখ্য জনাব রহমান ইতোপূর্বে সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কোটবাড়ি, কুমিল্লা-য় রেজিষ্ট্রার হিসেবে কর্মরত ছিলেন।
পেশাগত
জীবনে জনাব রহমান সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অধ্যাপক ও ডীন,
জাপানের কিঊটো বিশ্ববিদ্যালয়ে প্রফেসর মর্যাদায় ‘ভিজিটিং রিসার্চ ফেলো’ এবং
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমীতে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
ব্রিটানিয়া
বিশ্ববিদ্যালয়ে তাঁকে ফুলেল স্বাগতঃ জানান ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের
মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর সুরজিৎ সর্ববিদ্যা। এসময় বিশ্ববিদ্যালয়ের
সকল বিভাগের বিভাগীয় প্রধান, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
জনাব
রহমান ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ে ট্রেজারারের দায়িত্ব পালনে ব্রিটানিয়া
বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যের সহযোগিতা পাবেন বলে আশা ব্যক্ত করেন।