বাংলাদেশ
জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে অসহায় ও দরিদ্রদের মাঝে আর্থিক সহায়তা
এবং ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় কুমিল্লা
ব্রাহ্মণপাড়া উপজেলায় ভিক্ষুকদের মাঝে গাভী ও অটোরিক্সা বিতরণ করা হয়।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা সমাজসেবা কার্য্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ
মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার স.ম.আজহারুল
ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. কবির আহামেদ এর
পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ
সদস্য আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ
চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আমিনুল ইসলাম সুজন। অনুষ্ঠানে অসহায় ও
দরিদ্র ১৯ জনকে ৬০ হাজার টাকা আর্থিক সহায়তা করা হয়। এছাড়া ভিক্ষুক
পুনর্বাসনের লক্ষে ২ জনকে ২টি অটোরিক্সা ও ২ জনকে গাভী দেওয়া হয়। যার মূল্য
২ লক্ষ ১৫ হাজার টাকা। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি
চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।