যথাযোগ্য
মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে মাধ্যমিক ও
উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লার উদ্যোগে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন
করা হয়। কর্মসূচির মধ্যে ছিলো কুমিল্লা কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক
অর্পণ, বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও বাদ যোহর
শিক্ষাবোর্ড জামে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠান। ভোরে সূর্যোদয়ের সাথে সাথে
বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ নিজামুল করিম জাতীয় পতাকা উত্তোলন করার
মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। সকাল ৬.৩০ টায় বোর্ডের সকল কর্মকর্তা
কর্মচারী প্রভাত ফেরী করে কুমিল্লা টাউন হলে অবস্থিত কেন্দ্রীয় শহিদ মিনারে
পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং সকাল
৭.৩০ টায় শিক্ষাবোর্ড প্রাঙ্গনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পূস্পার্ঘ্য
অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল ৮.০০ টায় মহান স্বাধীনতা ও
জাতীয় দিবস ২০২৪ উপলক্ষ্যে উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর মোঃ জহিরুল ইসলাম
পাটোয়ারীর সভাপতিত্বে এবং উপ-সচিব (প্রশাসন) জনাব এ.কে.এম সাহাব উদ্দিন এর
সঞ্চালনায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উপলক্ষ্যে
শিক্ষাবোর্ড মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে
বক্তব্য রাখেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ নিজামুল করিম। এ সময় আরও
আলোচনা করেন বোর্ডের সচিব প্রফেসর নূর মোহাম্মদ, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোঃ
আসাদুজ্জামান, বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোঃ আজহারুল ইসলাম, উপ-পরীক্ষা
নিয়ন্ত্রক (সনদ) ড. মোঃ শফিকুল ইসলাম, উপ-সচিব (একাডেমিক), জনাব মোহাম্মদ
সাফায়েত মিয়া, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) জনাব মোহাম্মদ শহিদুল ইসলাম
ও কর্মচারী সমিতির সভাপতি জনাব সিরাজুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক
জনাব মোঃ সাহাব উদ্দিন শেখ । এ সময় বোর্ডের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী
উপস্থিত ছিলেন। বাদ যোহর শিক্ষাবোর্ড জামে মসজিদে সকল শহিদের আত্মার
মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।