২৬
মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীরর্য্যরে
মধ্য দিয়ে সারা দেশের ন্যায় ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসা, চকবাজার,
কুমিল্লায় দিবসটি উদ্যাপিত হয়। এ উপলক্ষে হামদ-নাত, আলোচনা সভা, মিলাদ ও
দোয়া অনুষ্ঠিত হয়। মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ আবদুল মতিনের সভাপতিত্বে সভায়
গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মাদরাসার মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ গোলাম
মোস্তফা শাহ, সহকারী অধ্যাপক মাওলানা ছফিউল্লাহ, মোঃ আজাদ কবীর, সহকারী
শিক্ষক মোঃ মোমেন মিয়া ও সহকারী মৌলভী মোহাম্মদ আমিনুল ইসলাম।
বক্তারা
বলেন, নতুন প্রজন্মকে মনে প্রাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে হবে। জাতির
জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালীই নন,
বিশ্বের শোষিত-বঞ্চিত-নিপীড়িত মানুষের মুক্তির অনুপ্রেরণা দাতা হিসেবে
আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তাঁরই নির্দেশিত পথে তাঁরই কন্যা প্রধানমন্ত্রী
জননেত্রী শেখ হাসিনার হাত ধরে সারাবিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের বিস্ময়,
দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাণশক্তি ও সারাবিশ্বে উন্নয়নের রোডমডেল। বিশ্বের
বুকে পরিচিত ‘ডিজিটাল বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে
যাচ্ছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ
আবদুল মতিন। অনুষ্ঠান পরিচালনা করেন আরবি প্রভাষক মাও. মোঃ রফিকুল ইসলাম ও
মিলাদ শরীফ পরিচালনা করেন আরবি প্রভাষক মোহাম্মদ সায়ীদুর রহমান।
অনুষ্ঠানের
শেষ পর্বে বঙ্গবন্ধু, তাঁর পরিবার, শহীদ মুক্তিযোদ্ধা, দেশের জন্য যাঁরা
প্রাণ দিয়েছেন তাঁদের রুহের মাগফেরাত, মাননীয় প্রধানমন্ত্রীসহ সকলের
কল্যাণ, দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাদরাসার
অধ্যক্ষ মাও. মোহাম্মদ আবদুল মতিন।