শুক্রবার ৮ নভেম্বর ২০২৪
২৪ কার্তিক ১৪৩১
ফেনীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত
প্রকাশ: বুধবার, ২৭ মার্চ, ২০২৪, ৮:২৫ পিএম |

ফেনীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহতফেনীতে একটি দ্রুতগামী গাড়ির চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম মো. মোশাররফ হোসেন (৩৫)। তিনি ফেনী পৌরসভার চাড়িপুর গ্রামের সফিকুর রহমানের ছেলে এবং পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

মঙ্গলবার (২৬ মার্চ) রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার মহিপাল এলাকায় হাজারী সড়কের মাথা নামের স্থানে এ দুর্ঘটনা ঘটেছে। স্বজনেরা তার লাশ রাতেই হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে গেছেন। বুধবার (২৭ মার্চ) দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।

ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহিপাল হাইওয়ে থানার এসআই বেলাল হোসেন জানান, গতকাল রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার মহিপাল এলাকায় হাজারী সড়কের মাথায় একটি মোটরসাইকেলে বিএনপি নেতা মোশাররফ হোসেন হাজারী সড়ক থেকে মহাসড়কের দিকে যাচ্ছিলেন। এ সময় চট্টগ্রামমুখী দ্রুতগামী একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিয়ে চলে যায়। তিনি মোটরসাইকেলসহ সড়কে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন।

স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ফেনী সদর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্বজনেরা হাইওয়ে পুলিশের সঙ্গে কথা বলে ময়নাতদন্ত ছাড়াই তার লাশ বাড়িতে নিয়ে
যান।ফেনী পৌর বিএনপির সদস্যসচিব মেজবাহ উদ্দিন ভূঞা জানান, নিহত মোশাররফ হোসেন ফেনী পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। বুধবার দুপুরে জানাজা শেষে নিহতের লাশ দাফন করা হয়।












সর্বশেষ সংবাদ
জিয়াউর রহমানক্ষমতার লোভী ছিলেন না: হাজী ইয়াছিন
কুমিল্লায় মাদ্রাসার ছাত্রের রহস্যজনক মৃত্যু, ওয়াশরুম থেকে লাশ উদ্ধার
ময়নামতিতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
কুমিল্লা মহানগরী জামায়াতের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা
জিয়াউর রহমান কোন অবস্থাতেই এ দেশ থেকে পালিয়ে যাননি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কলকাতায় পলাতক কুমিল্লার সাবেক এমপি বাহারের নতুন ছবি প্রকাশ্যে
কুমিল্লায় মাদ্রাসার ছাত্রের রহস্যজনক মৃত্যু
লালমাইয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
সাইবার নিরাপত্তা আইন বাতিলের নীতিগত সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের
জিয়াউর রহমানক্ষমতার লোভী ছিলেন না: হাজী ইয়াছিন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২