প্রকাশ: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪, ৪:৩৭ পিএম |

দেবিদ্বারে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেবিদ্বার উপজেলা শ্রমিকলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ মার্চ মঙ্গলবার বেলা ১১টার দিকে দেবিদ্বার পৌর মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী ও সাবেক কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ নেতা মো. মামুনুর রশীদ।
উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো.কাউছার হায়দারের সঞ্চলনায় সভায় আরও বক্তব্য রাখেন, দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি লুৎফুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সদস্য মো. আবদুল্লাহ আল-কাইয়ুম, গুনাইঘর উত্তর ইউপি চেয়ারম্যান মো. মোকবল হোসেন মুকুল,ভানী ইউপি চেয়ারম্যান মো. জালাল উদ্দিন ভূঁইয়া,দেবিদ্বার পৌর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক মো. সাইফুল ইসলাম বাবু, পৌর শ্রমিকলীগের সভাপতি মো. গিয়াস উদ্দিন, উপজেলা কৃষকলীগের সভাপতি মো. আবদুল আলিম প্রমুখ।
দেবিদ্বার উপজেলা শ্রমিকলীগের সভাপতি মো. আবু নাঈম মুন্সীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মো. মামুনুর রশীদ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এদেশের মুক্তিকামী জনতার আন্দোলন সংগ্রামের ফসল স্বাধীন বাংলাদেশ। বঙ্গবন্ধুর কারণেই এ দেশ স্বাধীন হয়েছে। আমরা একটি স্বাধীন ভূÑখন্ড পেয়েছি, বঙ্গবন্ধু অক্ষয় ও চির অমর। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহান স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে সুখী-সমৃদ্ধশালী আধুনিক বাংলাদেশ গড়ার কাজে আত্ম নিয়োগ করতে সকলের কাছে উদাত্ত আহবান জানান।