শনিবার ২৭ জুলাই ২০২৪
১২ শ্রাবণ ১৪৩১
বাইউস্টে গণহত্যা দিবস পালিত
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪, ১:২৫ এএম |


বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লায়- যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস-২০২৪ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ২৫ মার্চ (সোমবার) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাইউস্টের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. হাবিবুল হক, পিএসসি, পিএইচডি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অর্থ ও হিসাব বিভাগের সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ ইব্রাহীম কবীর।
গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানটি পবিত্র কুরআনুল কারীম থেকে তিলাওয়াতের মাধ্যমে সূচনা করা হয়। এরপর, দিবসটি উপলক্ষে প্রদত্ত মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ ইব্রাহীম কবীর। বিশেষ অতিথি তার বক্তব্যে- পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক সংঘটিত ২৫ মার্চের কালরাতের নির্মম ও নৃশংস গণহত্যার বিষয়ে আলোচনা করেন। ইতিহাসের ভয়াবহতম ওই হত্যাযজ্ঞের একজন প্রত্যক্ষদর্শী হিসাবে তিনি স্মৃতিচারণ করেন। এছাড়াও তিনি তার বক্তব্যে মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন অভিযানেরও স্মৃতিচারণ করেন। এসময়ে তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাইউস্টের উপাচার্য মো. হাবিবুল হক পিএসসি, পিএইচডি গভীর শ্রদ্ধার সংঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি তার বক্তব্যে- বর্তমান প্রজন্মের দেশপ্রেম জাগ্রত করার জন্য মহান মুক্তিযুদ্ধের ইতিহাস যথাযথভাবে তাদের মাঝে ছড়িয়ে দেয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন।
আলোচনা অনুষ্ঠানের শেষ পর্যায়ে বাইউস্টের পক্ষ থেকে বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ ইব্রাহীম কবীরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরবর্তীতে, শহীদদের মাগফেরাত কামনায় যোহর সালাতের পর বাইউস্টের মসজিদে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।
গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত স্মৃতিচারণ ও আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাইউস্টের ট্রেজারার কর্নেল প্রফেসর মো. মোশাররফ হোসেন মিয়া (অব.), রেজিস্ট্রার কর্নেল মো. বদরুল আহসান, পিএসসি (অব.), বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও উপস্থিত ছাত্র-ছাত্রীবৃন্দ।













সর্বশেষ সংবাদ
শিক্ষার্থীদের রাজাকার বলিনি
অপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করুন : প্রধানমন্ত্রী
গ্রেপ্তার বাড়ছে কুমিল্লায়
চিরচেনা রূপে অর্থনীতির লাইফলাইন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
আহতদের চিকিৎসা ও রোজগারের ব্যবস্থা করবে সরকার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি, বক্তব্য বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী
কুমিল্লায় আট মামলায় গ্রেপ্তার দেড় শতাধিক
আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল বিশ্ববিদ্যালয় প্রশাসন
গ্রেপ্তার বাড়ছে কুমিল্লায়
অফিসে হামলার সময় চেয়ে চেয়ে দেখলেন: স্বরাষ্ট্রমন্ত্রী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২ | Developed By: i2soft