কুমিল্লার
মনোহরগঞ্জে প্রায় ৫ শতাধিক দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা
হয়েছে। মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম এর উদ্যোগে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ফোরামের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিনের অনুদানে ও সহ-সভাপতি এটিএম শওকত
হোসেন বিপ্লবের সার্বিক তত্ত্বাবধানে ফোরামের পক্ষ থেকে গত কয়েকদিন থেকে
উপজেলার বিভিন্ন গ্রামের দরিদ্র মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দেন ফোরাম
নেতৃবৃন্দ। ফোরামটির নেতৃবৃন্দ জানায়, সচেতন মানুষ মাত্রই সমাজের প্রতি
কিছু দায়বদ্ধতা থাকে। আমরাও সেই দায়বদ্ধতা থেকে আমাদের ফোরামের মাধ্যমে
সমাজের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমরা বিগত দিনেও সামাজিক
উন্নয়ন ও সেবামুলক কাজের পাশাপাশি দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা
করেছি। আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এদিকে শুক্রবার
মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিনের পক্ষে উপজেলার
খানাতুয়ায় একটি মসজিদের কাজের জন্য চল্লিশ হাজার টাকার একটি চেক প্রদান করা
হয়।