শনিবার ২৭ জুলাই ২০২৪
১২ শ্রাবণ ১৪৩১
ডাঃ তাহসীন বাহার সুচনার বিজয়ে
কুমিল্লার লন্ডন প্রবাসীদের ইফতার ও মিষ্টি বিতরন
লন্ডন থেকে সাংবাদিক রাশেদুল হক রিয়াদ
প্রকাশ: শনিবার, ২৩ মার্চ, ২০২৪, ৭:১৬ পিএম |

কুমিল্লার লন্ডন প্রবাসীদের  ইফতার ও মিষ্টি বিতরনডাঃ তাহসীন বাহার সুচনার বিজয়ে কুমিল্লা মহানগর লন্ডন প্রবাসীদের উদ্যোগে দোয়া ইফতার ও মিষ্টি বিতরন তরুন প্রজন্মের আইকন ডা. তাহসীন বাহার সূচনা কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হওয়ায় লন্ডনে আনন্দ সমাবেশ করেছে প্রবাসী বাঙ্গালীরা। 
কুমিল্লা মহানগর লন্ডন প্রবাসীদের উদ্যেগে গত ২১ মার্চ (বৃহস্পতিবার) লন্ডনের এরোমা এসপ্রোসো রেস্টুরেন্টে এ আনন্দ সমবেশ অনুষঠিত হয়। এসময় দোয়া,ইফতার, মিষ্টি বিতরণ,সহপ্রীতিভোজ এর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কোরবান তেলওয়াত করেন মোঃ হারুনুর রশিদ , অনুষ্ঠানে প্রয়াত মেয়র আরফানুল হক রিফাতের উদ্যাশ্য ১মিনিট নিরবতার মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয় । অনুষ্ঠানে বক্তারা বলেন, “ শিক্ষা -মেধা -অভিজ্ঞতা, পারিবারিক ঐহিত্য ও যোগ্যতার বিচারে ডা. তাহসীন বাহার একজন অনন্য নেত্রী। আমরা বিশাস করি, তারণ্যে সাহসী নেতৃত্বের মধ্যদিয়ে কুমিল্লা নগরবাসীর দীর্ঘ বঞ্চনার অবসান হবে। যানজট, জলাবন্ধতা ও অপরিকল্পিত নগরায়নের হাত থেকে মুক্তি পাবে। কুমিল্লা হবে একটি পরিকল্পিত স্মার্ট সিটি।” 

আনন্দ সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. এনামুল হক, প্রেসিডেন্ট, ডি.ইউ.এ.এ , ইউকে। বিশেষ অতিথী হিসাবে উপসথিত ছিলেন রহমান জীলানি,অনুষ্ঠানটি সভাপতিত্বত করেন মোঃ শফিকুল ইসলাম( বিশিষ্ট বযবসায়ী) । 

আরও বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর লন্ডন প্রবাসী ও বৃহত্তর কুমিল্লা সোসাইটি, এসেক্স ইউকে এর প্রধান উপদেষ্টা এ .কে. এম মঞ্জুরুল হক, বৃহত্তর কুমিল্লা সোসাইটি এসেক্স ইউকে এর সাধারন সম্পাদক মো. হারুনুর রশিদ, যুক্তরাজ্য প্রবাসী ছাত্রলীগের সহসভাপতি শাহাদাৎ ফরাজী জয়, হোটেল ব্রিটানিয়া ইন্টারন্যাশনালের ব্যবস্থাপক মো. সাইফুর রহমান ও আবুল কাশেম স্বপন, তৌহিদুল ইসলাম,মোফাজ্জল হোসেন মফিজ,মোহাম্মদ চৌধুরী,মো. মিরন সাফায়েত হোসেন,ইমদাদুল হক ,ইমরুল কায়েস সিয়াম, মোশারফ হোসেন শাফিন, হাবিবুর রহমান সনজু ,জামিউল হাসীব,জাবেদ ,সাইফ,ছালে আহমমেদ , সহ আরও বেশ কয়েকজন প্রবাসী বাঙ্গালী।

পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মো. হারুনুর রশীদ। অনুষ্ঠান আয়োজন করেন কুমিল্লা মহানগর লন্ডন প্রবাসীদের পক্ষে মো.শাহাজাহান কবির, মো.খালেদুল ইসলাম, মো. শৈশব আহম্মেদ। অনুষ্ঠান পরিচালনা করেন মো.শাহাজাহান কবির।












সর্বশেষ সংবাদ
শিক্ষার্থীদের রাজাকার বলিনি
অপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করুন : প্রধানমন্ত্রী
গ্রেপ্তার বাড়ছে কুমিল্লায়
চিরচেনা রূপে অর্থনীতির লাইফলাইন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
আহতদের চিকিৎসা ও রোজগারের ব্যবস্থা করবে সরকার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি, বক্তব্য বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী
কুমিল্লায় আট মামলায় গ্রেপ্তার দেড় শতাধিক
আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল বিশ্ববিদ্যালয় প্রশাসন
অফিসে হামলার সময় চেয়ে চেয়ে দেখলেন: স্বরাষ্ট্রমন্ত্রী
আন্দালিভ রহমান পার্থ ৫ দিনের রিমান্ডে
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২ | Developed By: i2soft