প্রকাশ: সোমবার, ১৮ মার্চ, ২০২৪, ১২:১৭ পিএম আপডেট: ১৮.০৩.২০২৪ ১২:১৯ পিএম |
কুমিল্লার দেবিদ্বার পৌরসভার মির্জানগর এলাকা থেকে চোরাই সিএনজি অটোরিক্সাসহ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে দেবিদ্বার থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, পৌরসভার দক্ষিণ ভিংলাবাড়ি গ্রামের মৃত মজনু মিয়ার ছেলে মো. হোসেন, মুরাদনগর উপজেলার থোল্লা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. আল আমিন এবং পৈয়াপাথর এলাকার দুলাল মিয়ার ছেলে মো. নাঈম।
থানা সূত্রে জানা গেছে, উপপরিদর্শক (এসআই) মো. আল মাহমুদ হোসেন, এএসআই মিল্টন ও এএসআই সুষ্ময় শর্মা সঙ্গীয় ফোর্স নিয়ে পৌরসভার মির্জানগর অভিযান চালায়। পরে ওই সড়কে সিএনজি অটোরিক্সাকে থামানোর জন্য বললে ওই সিএনজি অটোরিক্সাটি পালিয়ে যেতে লাগলে পিছনে ধাওয়া দিয়ে সিএনজি চালকসহ ভিতরে থাকা চক্রের তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা সিএনজি অটোরিক্সাটি চোরাই বলে স্বীকার করে। এসময় সিএনজিতে তল্লাসি করে পাইপ ও তালা কাটার লোহার বিভিন্ন হাতল জব্দ করা হয়।
অপরদিকে, জাফরগঞ্জ এলাকায় স্মার্ট কার্ড বিতরণের লাইনে দাঁড়িয়ে নারীদের গলা থেকে স্বর্ণের চেইন চুরির অভিযোগে তিন নারী চোর চক্রকে গ্রেফতার করেছে দেবিদ্বার থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, তাসলিমা আক্তার, নুরনাহার এবং হামিদা বেগম। তাদের বিরুদ্ধে দেবিদ্বার থানায় পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নয়ন মিয়া বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন দেবিদ্বারসহ আশ পাশের বিভিন্ন এলাকায় সিএনজি অটোরিক্সা চুরির কাজে জড়িত। অপরদিকে, জাফরগঞ্জ এলাকায় স্মার্ট কার্ড বিতরণের লাইনে দাঁড়িয়ে নারীদের গলা থেকে স্বর্ণের চেইন স্বর্ণ অলংকার চুরির অভিযোগে তিন নারী চোর চক্রকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে দেবিদ্বার থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে যার নং- ১০ ও ১১। আসামীদের রোববার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।