শুক্রবার ১১ অক্টোবর ২০২৪
২৬ আশ্বিন ১৪৩১
দেবিদ্বারে ওয়ালটনের ১০ লক্ষ টাকার পুরষ্কার জিতলেন ভ্যানচালক
শাহীন আলম,দেবিদ্বার
প্রকাশ: সোমবার, ১৮ মার্চ, ২০২৪, ১১:৪০ এএম |

দেবিদ্বারে ওয়ালটনের ১০ লক্ষ টাকার পুরষ্কার জিতলেন ভ্যানচালকঈদ উৎসবকে সামনে রেখে দেশব্যাপী চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২০ এ ক্রেতাদের ‘ননস্টপ মিলিয়নিয়ার’ হওয়ার সুবিধা দিচ্ছে ওয়ালটন। এর আওয়াতায় দেবিদ্বার চৌধুরী ইলেকট্রনিক্স থেকে ফ্রিজ কিনে ১০ লক্ষ টাকা জিতলেন গুনাইঘর গ্রামের  মৃত আ. ছাত্তারের ছেলে ভ্যান চালক মো. হুমায়ুন সরকার। মাত্র ১০ হাজার টাকা জমা দিয়ে কিস্তিতে ওয়ালটন ফ্রিজ কিনে ডিজিটাল ক্যাম্পেইনের ৩২তম মিলিয়নিয়ার হলেন তিনি। ওয়ালটনের ১০ লাখ টাকায় বদলে গেলো ভ্যান চালক হুমায়ুন সরকারের ভাগ্য। শনিবার (১৬ মার্চ) সকালে দেবিদ্বার চৌধুরী ইলেকট্রনিক্স কর্তৃক আয়োজিত  ননস্টপ মিলিয়নিয়ার অনুষ্ঠানে হুমায়ুন সরকারের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান।
বিজয়ী হুমায়ুন সরকার জানান, স্বপ্নের মত মনে হচ্ছে,  ওয়ালটনের একটা ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পাবো, তা কল্পনাতেও আসেনি। গ্রামের অধিকাংশ লোকই ওয়ালটনের ফ্রিজ ব্যবহার করেন। দাম সাধ্যের মধ্যে, দেখতে সুন্দর এবং দীর্ঘ বছর চলে বিধায় ওয়ালটন ফ্রিজই কেনেছি। 
তিনি আরও বলেন, ১০ লক্ষ টাকা পুরস্কার পাওয়ায় গ্রামে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ টাকায় আমার ভাগ্যের চাকা ঘুরে যাবে। ওয়ালটন প্রমাণ করলো তাঁরা ক্রেতাদের যা বলে, তা তারা পুরোপুরি মেনে চলে।  
দেবিদ্বার চৌধুরী ইলেকট্রনিক্সের মালিক মো. সাইফুল ইসলাম চৌধুরী বলেন, দেশের টাকা দেশে রাখতে হলে দেশে তৈরি পণ্য কেনার বিকল্প নেই। দেশে তৈরি পণ্য কিনলে দেশের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী হবে। ওয়ালটন দেশেই নিজস্ব কারখানায় পণ্য তৈরি করে। সেসব পণ্য শুধু দেশের চাহিদাই মিটাচ্ছে না, ৪০টিরও বেশি দেশে পণ্য রপ্তানি করছে।  এসময় আরও উপস্থিত ছিলেন, দেবিদ্বার পৌর আওয়ামীলীগের সভাপতি মো. আবুল কাশেম চেয়ারম্যান, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান একেএম সফিকুল আলম ভিপি কামাল, দেবিদ্বার পৌর মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি মো. হিরণ মোল্লাসহ স্থানীয় নেতৃবৃন্দ। 
উল্লেখ্য, ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে এর আগেও ওয়ালটন পণ্য কিনে মিলিয়নিয়ার হয়েছিলেন ৩১ জন ক্রেতা। ঈদকে সামনে রেখে ক্রেতাদের জন্য বিশেষ উপহার হিসেবে সিজন-২০ এ ‘সেরা পণ্যে সেরা অফার’  শ্লোগানে  আবারো এই সুবিধা দিচ্ছে ওয়ালটন।












সর্বশেষ সংবাদ
কুমিল্লায় হবে না কুমারী পূজা
হোমনায় ৬ তলা ভবনের ছাদ থেকে ফেলে যুবককে হত্যার অভিযোগ
কুমিল্লায় নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতাদের নাভিশ্বাস
‘রিসেট বাটন’ নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব
কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র,মাদকসহ আটক ৩
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নিত্যপ্রয়োজনীয় জিনিসের অভাব হবে না : অর্থ উপদেষ্টা
কুমিল্লায় র‌্যাব বিজিবি ও পুলিশের অভিযান ৩২৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৬
কুমিল্লার ৭৪৮টি পূজা মণ্ডপে ঢাকে পড়বে কাঠি;
সাবেক এমপি ইউসুফ হারুনসহ ১৬ জনের বিরুদ্ধে ২ মামলা
কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র,মাদকসহ আটক ৩
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২