বৃহত্তর
কুমিল্লা জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন আয়োজিত ২০২৩ এর বৃত্তি পরীক্ষার
ফলাফল প্রকাশ ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি
ছিলেন কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: সফিউল আলম। বিশেষ অতিথি
ছিলেন সহকারী কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কাজি মফিজ উদ্দিন
আহমেদ।
অনুষ্ঠানের প্রধান অতিথি সরকারি নীতি মালার ভিত্তিতে
কিন্ডারগার্টেন স্কুল সমূহকে নিবন্ধন কার্যক্রম সম্পাদনের জন্য দিক
নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
আগত অতিথি ও পরীক্ষায় অংশগ্রহণকারীদেরকে
স্বাগত ও শুভেচ্ছা জানান সংগঠনের চেয়ারম্যান অধ্যক্ষ মো: মোশারফ হোসেন।
এতে স্বাগর্ব বক্তব্য রাখেন সংগঠনের কো চেয়ারম্যান ধীরেন্দ্র কিশোর মজুমদার
ও মহাসচিব আবুল কালাম আজাদ। এতে আরো বক্তব্য রাখেন কুমিল্লা জেলা শাখার
সভাপতি হাফেজ মাওলানা ফরিদ উদ্দিন আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি
অধ্যাপক জয়নাল আবেদিন। উক্ত পরীক্ষা নিয়ন্ত্রক আহসান উল্লাহ পরীক্ষা
সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণকারীদের ফলাফল
বিবরণী বই সংগঠনের চেয়ারম্যান বরাবর হস্তান্তর করেন। পরিশেষে বৃত্তি
প্রাপ্ত ছাত্র-ছাত্রীর মধ্যে সনদ বিতরণ করেন প্রধান অতিথি।