প্রকাশ: রোববার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:২১ এএম |
কুমিল্লার দেবিদ্বার উপজেলার মাধ্যামিক পর্যায়ে অবসরপ্রাপ্ত, প্রয়াত শিক্ষক ও কর্মচারীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে দেবিদ্বার উপজেলা পরিষদ চত্ত্বরে এ সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ এমপি।
এমপি আবুল কালাম আজাদ বলেন, মেধাবী জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। আপনারা মানুষ গড়ার কারিগর, ছাত্রছাত্রীদের নিজের সন্তান মনে করে মানুষ হিতেবে গড়ে তুলবেন। দেবিদ্বার উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত এ সংবর্ধনায় তিনি সকল শিক্ষদের উদ্দেশ্যে বলেন, আপনার বিদ্যালয়ের পাশের হার কুমিল্লা শিক্ষা বোর্ডের পাশের হার থেকে যেন কম না হয় সেদিকে খেয়াল রাখবেন। আমি প্রতিটি বিদ্যালয়ে সরেজমিনে ভিজিট করব, আপনারা এখন থেকে সর্তক হোন, অতীতে কি হয়ে তা দেখে লাভ নেই, আজ থেকে দেবিদ্বারের শিক্ষার পরিবেশ পাল্টে দিতে হবে। আমি আশা করব আপনাদের সৎ শিক্ষকতার মধ্যদিয়ে দেবিদ্বারে একটি মেধাবি জাতি গড়ে উঠবে। তিনি আরও বলেন, আপনারা বিদ্যালয়ের কি কি সমস্যা আছে আমার সাথে আলোচনা করুন, আমি সব সমস্যার দূর করার চেষ্টা করব।
শিক্ষক সমিতির সভাপতি মো. মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠনে আরো বক্তব্য রাখেন, দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিগার সুলতানা, উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিউল আলম তালুকদার, দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোসলেউদ্দিন, লুৎফর রহমান বাবুল, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এড. শাহাদাত হোসেন শিমুল, গুনাইঘর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান মোকবল হোসেন মুকুল, ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন কামরুজামান মাসুদ, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী মো. মামুনুর রশিদ, দেবিদ্বার পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. মজিবুর রহমান, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আব্দুল্লাহ আল কাইয়ুম, গুনাইঘর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাদুল হাসান রাসেল প্রমুখ।