প্রকাশ: সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:০৫ পিএম |
কুমিল্লায় ৬৪ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এসময় গাঁজা পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়। গতকাল ভোররাতে পুলিশের অভিযানে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান। আটকৃতরা হলেন, ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর এলাকার ওয়াহিদুন নবী (২৭) এবং একই এলাকার মোঃ তপন মিয়া (১৯)।
পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে এই গাঁজা উদ্ধার করা হয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিক উল্যাহ জানান, মাদক ব্যবসায়ীরা গাজা পরিবহনের জন্য বিশেষায়িতভাবে তৈরি করেছিল পিকআপ ভ্যানটি। মূল পাটাতনের নিচে আলাদা বাক্স তৈরি করে বোঝাই করা হচ্ছিল এই বিপুল পরিমাণ গাঁজা। খালি চোখে বোঝার কোন উপায় নেই এই ট্রাকে কোন পণ্য আছে।
তিনি আরো জানান, আটক মাদক ব্যবসায়ীরা একটি সিন্ডিকেটের সদস্য। তারা ভারত থেকে গাঁজা পাঁচার করে এনে কুমিল্লা ও ঢাকার বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে।
এই ঘঘটনায় ব্রাহ্মনপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।