রোববার ৩ নভেম্বর ২০২৪
১৯ কার্তিক ১৪৩১
মালয়েশিয়ায় ২০ বাংলাদেশিসহ আটক ৫৯ জন
প্রকাশ: সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:১৫ পিএম |

মালয়েশিয়ায় ২০ বাংলাদেশিসহ আটক ৫৯ জনমালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ সেরেম্বান শহরের হটস্পট হিসেবে চিহ্নিত এলাকায় তিন ঘণ্টার অভিযান চালিয়ে ৫৯ নথিবিহীন অভিবাসীকে আটক করেছে।

দেশটির নেগ্রি সেম্বিলান ইমিগ্রেশন ডিরেক্টর কেনিথ তান আই কিয়াং বলেছেন, রোববার (১৮ ফেব্রুয়ারি) সেরেম্বান সিটি কাউন্সিলের পুলিশ ও কর্মীদের সহযোগিতায় পরিচালিত অভিযানে মোট ৯৬১ জন বিদেশির বৈধ পাস যাচাই করা করা হয়েছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি বলেন, আটকদের বৈধ কাগজপত্র ছিল না। এমনকি কেউ কেউ ভিজিট পাসের শর্তের অপব্যবহার করে এবং অতিরিক্ত সময় অবস্থান করছিল।

তিনি বলেন, আটকদের মধ্যে মিয়ানমারের (২১), বাংলাদেশি (২০), নেপালি (৯), পাকিস্তানি (৪), ভারতীয় (২) এবং ইন্দোনেশিয়া, চীন ও উগান্ডার একজন করে রয়েছেন। আটকদের বয়স ছিল ১৬ থেকে ৪৮ বছরের মধ্যে।

তিনি আরো বলেন, তাদের কয়েকজন পালানোর চেষ্টা করলেও তাদের আটক করা হয়। কেউ কেউ অফিসারদের ছেড়ে দেওয়ার জন্য অনুরোধও করেছিলেন।

ইমিগ্রেশন ডিরেক্টর কেনিথ বলেন, সব অভিবাসী কর্মীদের বৈধ কাগজপত্র যাচাইয়ের জন্য ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ পাসপোর্ট আইন ১৯৬৬ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৫৯-এর বিধান নিশ্চিত করতে ইমিগ্রেশন প্রতিদিনের কার্যক্রম চালিয়ে যাবে।

এছাড়াও অভিবাসন নিয়োগকর্তাদের এবং জনসাধারণকেও সতর্ক করা হয় অনথিভুক্ত অভিবাসীদের নিয়োগ বা আশ্রয় দিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আটকদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য লেংগেং-এর ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হবে।












সর্বশেষ সংবাদ
কুমিল্লায় গার্মেন্ট ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
কুমিল্লায় প্রবাসীর ২২৯ জন প্রতিবন্ধী সন্তানকে ভাতার চেক বিতরণ
কুমিল্লায় সংখ্যালঘু গণমোর্চার গণসমাবেশ ও মিছিল
কুমিল্লায় সমবায় দিবস উদযাপন
নাঙ্গলকোটে শিশু ধর্ষণের অভিযোগে অটোরিকশাচালক গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জামায়াতের উত্থান দমাতে গিয়ে অনেকে সুর পাল্টাচ্ছে-ডা: তাহের
কুমিল্লায় গার্মেন্ট ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
বুড়িচংয়ে সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেনের মায়ের দাফন সম্পন্ন
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র বিল্লালকে মুক্তির দাবি
উত্তেজনা ও পুলিশের নিষেধাজ্ঞার মধ্যে জাতীয় পার্টির সমাবেশ স্থগিত
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২