মৃত্যুদণ্ডের রায়ের পর মায়ের পা ছুঁয়ে সালাম করলেন ছেলে
|
বেলা ১১টা। এজলাস কক্ষে এসে চেয়ারে বসলেন বিচারক। একটি হত্যা মামলার রায় পড়া শুরু করলেন। রায়ে মৃত্যুদণ্ড দিলেন পাঁচ আসামিকে। মুহূর্তেই এজলাস চত্বর এলাকায় পড়ে গেল কান্নার রোল। আসামিদের হাজতে নেওয়ার সময় অনেকে জড়িয়ে ধরার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। তবে মায়ের পা ছুঁয়ে সালাম করতে ভুললেন না ছেলে। হাতকড়া পরা অবস্থায় হাঁটু গেড়ে মাকে সালাম করলেন ছেলে। |